ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীর ফাঁকা রাস্তায় প্রাইভেটকারের রেস!

প্রকাশিত: ১০:৫৪, ৩১ মার্চ ২০২০

রাজধানীর ফাঁকা রাস্তায় প্রাইভেটকারের রেস!

স্টাফ রিপোর্টার ॥ সরকারের নির্দেশ অমান্য করে রাজপথে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের প্রাইভেটকারের ‘রেস’ চলছে। তারা পাল্লা দিয়ে ফাঁকা রাস্তায় গাড়ি চালাচ্ছেন। আংশিক ‘লকডাউনের’ প্রথম দু’দিন নগরীর মানুষ সরকারের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন। কিন্তু তৃতীয় দিন থেকেই পাড়া মহল্লার অলিগলিতে মানুষের ভিড় বাজারকেও ছাড়িয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধও তাদের নিবৃত্ত করতে পারছে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করলেও নানা অজুহাত দেখাচ্ছেন। কেউ বলছেন, এতদিন কি আর ঘরে বন্দী থাকা যায়। তাই একটু ঘুরতে বের হয়েছি। ঢাকার মগবাজার এলাকায় বেপরোয়াভাবে যাওয়া একটি প্রাইভেটকার পুলিশ থামালে চালকের উত্তর ছিল এ রকম। পরে জানা গেল তিনি চালক নন গাড়ির মালিক। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘর থেকে বের হওয়া বহু মানুষকে হ্যান্ড মাইক দিয়ে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করছিলেন। পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারের নির্দেশে আমরা ঘরে থাকার জন্য মানুষজনকে অনুরোধ করে যাচ্ছি। আগে কিছুটা বল প্রয়োগ করতে হয়েছে। এখন ওপর মহলের কঠোর নির্দেশে মানুষজনের সঙ্গে ভাল ব্যবহার করে তাদের ঘরে পাঠানো। বেশ কয়েকটি অঘটনের পরে সরকারের ওপর মহলের সিদ্ধান্তে মানুষজনকে বুঝিয়ে যাচ্ছি। কিন্ত কে শোনে কার কথা। এখন রাস্তাঘাট ফাঁকা পেয়ে বড় লোকের ছেলে মেয়েরা প্রাইভেটকার চালিয়ে যাচ্ছেন। তাদের ধরলে আমাদেরই অসুবিধা হবে। তাই দেখেও না দেখার ভান করতে হয়। কোথাও কোথাও যে এসব গাড়ির জরিমানা করা হচ্ছে না তা কিন্তু নয়। জরিমানাও করা হচ্ছে। তারপরও তারা ফাঁকা রাজপথে প্রচ- গতিতে গাড়ি চালাচ্ছেন।
×