ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত

প্রকাশিত: ১২:০২, ১৭ মার্চ ২০২০

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত

স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয় দফায় পাকিস্তান সফর স্থগিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনা শেষে আগামী মাসের শুরুতে করাচীতে ১ ওয়ানডে ও ১ টেস্টের জন্য বাংলাদেশ দলের সফর আপাতত স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আসন্ন পাক সফর স্থগিতের বিষয়টি জানিয়েছেন। মূলত বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরী অবস্থা জারি করেছে। সে কারণে সারা বিশ্বেই জনসমাগম, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ প্রায় সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতাই স্থগিত হয়েছে। তাই বাংলাদেশ দলের পাক সফর নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে করোনাভাইরাস সংক্রমণের সতর্কতা হিসেবে এই সফরটিও স্থগিত হয়ে গেল। পরবর্তীতে আইসিসির ভবিষ্যত সফর পরিকল্পনায় (এফটিপি) সুবিধাজনক ফাঁকা সময়ে সফরটি করার বিষয়ে ঐকমত্য হলেই আবার এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে উভয় বোর্ড। আগামী এপ্রিলের শুরুতেই বাংলাদেশ দলের পাক সফরে যাওয়ার ব্যাপারটি নিয়েও গুঞ্জন চলছিল- স্থগিত হতে পারে। বিশ্বব্যাপীই অন্য দেশ সফরের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে, অনেক আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। সোমবার পর্যন্ত সারাবিশ্বে সংক্রামক করোনাভাইরাসের প্রভাবে মৃত্যুর সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়িয়ে গেছে। এসব ঘটনাপ্রবাহে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল এপ্রিলের শুরুতে বাংলাদেশ দলের পাক সফরটি স্থগিত হয়ে যাবে। সোমবার তা নিশ্চিত হয়েছে। এ বিষয়ে বিসিবির কাছে বারবার জানতে চাওয়া হলেও দাবি করা হয়েছিল যে, আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের পক্ষ থেকেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে। অবশেষে সোমবার পিসিবি আনুষ্ঠানিকভাবে এই সফর স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে। তৃতীয় দফার সফরে এই মাসের শেষে পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। করাচীতে এপ্রিলের শুরুতে খেলার কথা ছিল এক ওয়ানডে ও এক টেস্ট। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই দফার সফরে তিনটি টি২০ ও একটি টেস্ট খেলে এসেছে বাংলাদেশ দল। স্থগিত হওয়া টেস্ট ম্যাচটি যেহেতু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, শীঘ্রই দুই দেশের বোর্ড আলোচনা করে নতুন তারিখ ঠিক করবে বলে জানিয়েছে পিসিবি। এ বিষয়ে বিসিবি সিইও নিজামউদ্দিন বলেন, ‘আমরা শুরু থেকেই বলে আসছি, পাকিস্তান সিরিজটি আয়োজন করছে। এটা তাদেরই সিদ্ধান্ত। বিগত দুই দিন ধরে আমাদের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যোগাযোগ হচ্ছিল। পাকিস্তান আমাদের সঙ্গে যোগাযোগ করেছে কিভাবে সফরটা নিয়ে কাজ করা যায়। সমঝোতাপূর্ণ মনোভাব ছিল আমরা কোনভাবে সিরিজটি সুবিধাজনক সময়ে আয়োজন করতে পারি কিনা। এটা নিয়ে আমাদের কথা হচ্ছে। তারা সিদ্ধান্ত নিয়েছে সিরিজটি স্থগিত করার আমরা সেটাতে সম্মতি দিয়েছি।’ এখন এই স্থগিত সফরটির ভবিষ্যত কি তা অবশ্য নির্দিষ্ট করে বলতে পারেনি কোন বোর্ডই। এ বিষয়ে উভয় বোর্ডই এখন পরিস্থিতির উন্নতি ঘটলে এফটিপি অনুসারে সিদ্ধান্তে হবে। এ বিষয়ে নিজামউদ্দিন বলেন, ‘এটা দুই বোর্ডের এফটিপি দেখে যে সময়টা ফাঁকা পাওয়া যাবে, সেই সময়টাকে বেছে নিতে হবে। এছাড়া কোন বিকল্প নেই এই মুহূর্তে।’
×