ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভিডিও কনফারেন্সে আইসিসির সভা

প্রকাশিত: ০৯:২০, ১৪ মার্চ ২০২০

ভিডিও কনফারেন্সে আইসিসির সভা

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের প্রভাব বিশ্বজুড়ে। মরণব্যাধি এই ভাইরাসের তোপ পড়েছে ক্রীড়াঙ্গনেও। বন্ধ হয়ে গেছে অনেক টুর্নামেন্ট, লীগ। ফুটবল-ক্রিকেটের খেলাগুলোও চলছে দর্শকশূন্য স্টেডিয়ামে। তাই নিজেদের পরবর্তী বোর্ড সভাও ভিডিও কনফারেন্সে করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্বল্প পরিসরে বোর্ড সভাটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুবাইয়ে আগামী ২৬ থেকে ২৯ মার্চ হওয়ার কথা ছিল আইসিসির বোর্ড সভা। করোনাভাইরাসের কারণে সেটি পিছিয়ে মে মাসের প্রথম সপ্তাহে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নির্ধারিত সভাটি স্বল্প পরিসরে ভিডিও কনফারেন্সে করবে আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে আইসিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কনোরাভাইরাসের বিষয়টি নিয়ে আইসিসির সকল সদস্যই বেশ চিন্তিত। এই ভাইরাসের মহামারী আকার ধারণ করার বিষয়টি বিবেচনা করে নির্ধারিত সময়েই দুবাইয়ের সভাটি স্বল্প পরিসরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।’ আইসিসি আরও জানায়, ‘আইসিসি বোর্ড এবং সদস্যরা যার যার জায়গায় থেকেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ বৈঠক করবেন। তবে পূর্ণাঙ্গ বৈঠক পিছিয়ে দেয়া হয়েছে। সেটা হবে মে মাসের শুরুতে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই সকল সিদ্ধান্ত নেয়া হবে। সকলের স্বাস্থ্যগত বিষয় সর্বোচ্চ গুরুত্ব পাবে।’ বিশেষ করে এশিয়া কাপের আয়োজক নিয়ে তৈরি জটিলতার অবসানে এবারের বৈঠকটা ছিল বেশ গুরুত্বপূর্ণ। ভারতের আপত্তির কারণে যেটি পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে না। গুঞ্জন ছিল এটি নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়, কেবল আমিরাত নয়, আরও একাধিক দেশ এশিয়া কাপ আয়োজনে আগ্রহী। যে তালিকায় আছে বাংলাদেশের নামও। বিশ্বজুড়ে করোনা-আতঙ্কে একের পর এক ম্যাচ, সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় বিশ্ব ক্রিকেটে সূচীর ওপর এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।
×