ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফেনীতে বালু উত্তোলনে বিলীন নদীতীর এলাকা

প্রকাশিত: ০৯:০৯, ১৪ মার্চ ২০২০

ফেনীতে বালু উত্তোলনে বিলীন নদীতীর এলাকা

নিজস্ব সংবাদদাতা, ফেনী ১৩ মার্চ ॥ প্রভাবশালীদের দাপটে চলছে অবৈধভাবে বালু উত্তেলনের মচ্ছব। ফলে ভাঙ্গনের কবলে পড়ছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। নদীর তীরসহ মাঝনদীতে বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সরকার দলের নাম ভাঙ্গানো এ চক্র। এ বিষয়ে প্রতিবাদ করে প্রাণ হারানোর শঙ্কায় অসহায় স্থানীয়রা। মাঝে মাঝে প্রশাসন থেকে অভিযান চালালেও বন্ধ হচ্ছে না এ ধ্বংসযজ্ঞ। অনুসন্ধানে জানা যায়, ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনীয়া ও ছোট ফেনী নদীসহ জেলার ৫টি নদীর একাধিক স্থানে গড়ে উঠেছে অবৈধ বালু উত্তোলনের একাধিক সিন্ডিকেট জেলা প্রশাসন দরপত্রের মাধ্যমে নির্ধারিত ৭টি স্পটের ইজারা দিয়েছে। এর বাইরে কমপক্ষে ২৫টি স্থানে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রভাবশালীরা বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বালু মহালের আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা প্রায় ঘটে চলেছে। গত ৮ ডিসেম্বর ছাগলানাইয়া থানার গোপাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে সিরাজুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। অবৈধভাবে বালু উত্তেলনের কারণে ফসলি জমিসহ ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্তরা এ ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে মানববন্ধন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। প্রভাবশালী চক্রের ভাড়াটে বাহিনীর অস্ত্রের হুমকিতে জিম্মি অবস্থায় দিনাতিপাত করছে এলাকার সাধারণ জনগণ। স্থাানীয় বাসিন্দা আবদুল হক জানান, বালু উত্তোলনের কারণে নদীর তীরের দু’পাশের ফসলি জমি, ঘরবাড়ি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেমনা বেগম জানায় তাদের মাথাগোজার শেষ সম্বল নদীগর্ভে চলে গেছে। বর্তমানে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছে। বয়োবৃদ্ধ দিদার মিয়া জানান, তার বিয়ের উপযুক্ত মেয়েকে নদীভাঙ্গা পরিবার বলে কোথাও বিয়ে দিতে পারছেন না। ইজারাদার মজিবুল হক রিপন জানান, সরকারের দেয়া নির্দিষ্ট স্থান থেকে তারা বালু উত্তোলন করা হচ্ছে। অন্যরা কিভাবে বালু উত্তোলন করছে তা তার জানা নেই। এদিকে জেলা প্রশাসনের রয়েছে জনবল সঙ্কট তবু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করে জরিমানা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান।
×