ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত দুই বাংলাদেশীর হাসপাতাল ত্যাগ

প্রকাশিত: ১১:৪৩, ১ মার্চ ২০২০

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত দুই বাংলাদেশীর হাসপাতাল ত্যাগ

স্টাফ রিপোর্টার ॥ সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বাংলাদেশের দুইজন নাগরিক সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগী নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের(আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, করোনাভাইরাসে কেউ কোন মৃত্যু কামনা করে না। নতুন ভাইরাস হওয়ায় চিকিৎসা পদ্ধতি বের হওয়ার আগেই অনেক আক্রান্তের মৃত্যু ঘটছে। তবে বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের তুলনায় মৃত্যুর হার অনেক কম। চীনে অনেক করোনাভাইরাস রোগী সুস্থ হয়ে উঠেছেন। করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানো ঠিক নয়। অধ্যাপক ডাঃ সেব্রিনা ফ্লোরা আরও জানান, সিঙ্গাপুরে বর্তমানে ৩ বাংলাদেশী করোনাভাইরাস সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে একজন আইসিইউতে আছেন এবং তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে একজন ও সিঙ্গাপুরে তিনজন ছাড়া বিশ্বের অন্য কোন দেশে বর্তমানে কোন বাংলাদেশী নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত নন। দিল্লীতে উহান থেকে আগত ২৩ জন বাংলাদেশী নাগরিক দিল্লী শহর থেকে ৪০ মাইল দূরে একটি কোয়ারেন্টিনে আছেন। শনিবার রাজধানীর মহাখালীতে আয়োজিত নিয়মিতভাবে অবহিতকরণ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ সময় আইইডিসিআর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএসএম আলমগীর উপস্থিত ছিলেন।
×