ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁর ধামইরহাট-পত্নীতলার গ্রামীণ রাস্তাগুলোর বেহাল দশা

প্রকাশিত: ০৪:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০২০

নওগাঁর ধামইরহাট-পত্নীতলার গ্রামীণ রাস্তাগুলোর বেহাল দশা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ বর্তমান সরকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করে চলেছেন। এসব উন্নয়নে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছেন। কিন্তু এসব টাকা সঠিক ভাবে ব্যবহার হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার বা রাজনৈতিক নেতা পাতিনেতা যোগসাজস করে এসব সরকারী অর্থ হরিলুট করছে। ফলে বরাদ্দকৃত ওইসব সরকারী অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছেনা। নওগাঁ জেলার পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বড়তা বাজার থেকে বংশীবাটি রাস্তাটি লক্ষ্মনপাড়া হাই স্কুলের দিকে গেছে। এ রাস্তাটির এখন করুন অবস্থা। বছর দুই আগে রাস্তাটি কার্পেটিং করা হয়েছিল। কার্পেটিং উঠে গিয়ে রাস্তাটির এখন বেহাল দশা। ওই বাজারের উত্তরে প্রধান সড়কে গত বন্যায় একটি ব্রিজ পানির তোড়ে ভেঙ্গে গিয়েছিল। সেটি অদ্যাবধি মেরামত না করায় ওই পথে যোগাযোগ বন্ধ রয়েছে। আড়ানগর ইউপির চেয়ারম্যান কমল উদ্দিনের নীরব ভূমিকা এলাকার সাধারন মানুষ সরকারের সেবা থেকে বঞ্ছিত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। অপরদিকে পত্নীতলা উপজেলার নেপালপুর মোড় থেকে চকআমাইড় গ্রাম হয়ে আমাইড় উচ্চ বিদ্যালয় হয়ে মেসের বাজারের ৩ কিঃমিঃ রাস্তার কার্পেটিং ও ২ কিঃমিঃ রাস্তার পিচ-খোয়া উঠে গিয়ে ধুলা-বালু আর গর্তের সৃষ্টি হয়েছে। ২ বছর আগে এই রাস্তার মেরামতের দায়িত্বে ছিল বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ। এর মধ্যেই রাস্তাটির পিচ-পাথর উঠে গিয়ে কংকাল হয়ে গেছে। এত অল্পসময়ে রাস্তাটির এমন অবস্থা হওয়ায় এলাকাবাসী হতাশ হয়ে পড়েছেন। এলাকার সচেতনমহল ওই রাস্তা মেরামতের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ও ঠিকাদারের জবাবদিহীতা নিশ্চিত করার দাবী জানিয়েছেন। এব্যাপার সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সরকারের প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
×