ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফেদেরারের ঘাম ঝরানো জয়

প্রকাশিত: ১২:০৩, ২৯ জানুয়ারি ২০২০

ফেদেরারের ঘাম ঝরানো জয়

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম সেট জিতেছিলেন ভালমতোই। কিন্তু পরের দুই সেটে রীতিমতো খাবি খান সুইস কিংবদন্তি রজার ফেদেরার। যে কারণে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ের শঙ্কা জাগে। কিন্তু চতুর্থ সেট থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে আসরের সেমিফাইনালে পৌঁছে গেছেন সুইস মাস্টার ফেদেরার। মঙ্গলবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে যুক্তরাষ্ট্রের টেনিস স্যান্ডগ্রেনকে পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৬-৩, ২-৬, ২-৬, ৭-৬, ৬-৩ সেটে হারিয়েছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার। ম্যাচে অবিশ্বাস্য লড়াই করেন ১০০তম বাছাই যুক্তরাষ্ট্রের টেনিস স্যান্ডগ্রেন। চতুর্থ সেটে জয়ের খুব কাছে চলে গিয়েছিলেন তিনি। এর মাঝে ফেদেরারকে ফিটনেস সমস্যায়ও ভুগতে দেখা যায়। তৃতীয় সেট চলাকালীন একবার ‘মেডিক্যাল টাইমআউট’ নেন কুঁচকির সমস্যায় ভুগতে থাকা ৩৮ বছর বয়সী মহাতারকা। এই সেট জিতলেই ইতিহাস গড়তেন মার্কিন তরুণ টেনিস। কিন্তু শেষ পর্যন্ত বয়স ও ফিটনেস সমস্যাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিন ঘণ্টা ২৮ মিনিট স্থায়ী ম্যাচটি ফেদেরার জিতে নেন। ফাইনালে ওঠার লড়াইয়ে ২০ বারের গ্র্যান্ডসø্যাম চ্যাম্পিয়ন ফেদেরার খেলবেন নোভাক জোকোভিচ ও মিলোচ রাওনিচের মধ্যে শেষ আটের আরেক ম্যাচে বিজয়ীর বিরুদ্ধে। ম্যাচ শেষে আসরের তৃতীয় বাছাই ফেদেরার বলেন, কখনও কখনও ভাগ্যকে আপনার পাশে পেতে হবে। কিছু সময় সবকিছু নিয়ন্ত্রণে থাকে না। ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভাল বোধ করছিলাম। তবে আমি এই জয়ের যোগ্য নই। কিন্তু এখন আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি খুব খুশি। টেনিসকে অভিনন্দন দারুণ লড়াই করার জন্য।
×