ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

লাভের উপহার গোলে রক্ষা লিভারপুলের

প্রকাশিত: ১২:০২, ২৮ জানুয়ারি ২০২০

লাভের উপহার গোলে রক্ষা লিভারপুলের

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোনাম দেখে অনেকে চমকে উঠতে পারেন! কিন্তু সত্যিকার অর্থেই এমন ঘটেছে। ইউরোপিয়ান ফুটবলে চলতি মৌসুমে কিছুতেই থামানো যাচ্ছে না লিভারপুলকে। এবার ৩০ বছর ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে বিখ্যাত লাল জার্সিধারীরা। দলটি সর্বশেষ কবে হেরেছে বা ড্র করেছে সেটাই ভুলে যাওয়ার উপক্রম। এমন অপ্রতিরোধ্য দলটিই কিনা তৃতীয় সারির দলের কাছে হারতে বসেছিল। ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলের চতুর্থ রাউন্ডের ম্যাচে রবিবার রাতে মাঠে নেমেছিল জার্গেন ক্লপের দল। তৃতীয় সারির দল শ্রুসবেরি টাউনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। যে কারণে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে হলে তাদের জিততে হবে আগামী ৪ ফেব্রুয়ারি রিপ্লে ম্যাচ। ম্যাচটিতে দুই গোলে এগিয়ে যেয়েও জিততে পারেনি লিভারপুল। তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতো যদি না ৪৬ মিনিটে ডোনাল্ড লাভ আত্মঘাতী গোল উপহার দিতেন। কেননা এর পর জ্যাসন কামিন্স জোড়া গোল করে শ্রুসবেরি টাউনকে এগিয়ে নিয়েছিলেন। শেষ পর্যন্ত লাভের দেয়া ওই ভালবাসার গোলেই রক্ষা পেয়েছে লিভারপুল। অবশ্য মূল দলের ১১ ফুটবলারকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন রেডস বস। রেডসদের হতাশার রাতে অবশ্য গোলোৎসব করে শেষ ষোলো নিশ্চিত করেছে দুই ম্যানচেস্টার। তৃতীয় সারির দল ট্রানমের রোভার্সকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর দ্বিতীয় সারির ফুলহ্যামকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে লিভারপুল কোচ জার্গেন ক্লপ সুযোগ দেন টাকুমি মিনামিনো, ডিভক অরিজি, কার্টিস জোন্স, ইয়াসের লারুকি, হার্ভি এলিয়ট, পেড্রো চিরিভেল্লা, নিকো উইলিয়ামস ও আদ্রিয়ানের মতো অপেক্ষায় থাকা খেলোয়াড়দের। বেঞ্চে বসিয়ে রাখেন মোহাম্মদ সালাহ, সাডিও মানে, রবার্টো ফিরমিনোদের। এদের ছাড়াই প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় রেডসরা। ১৫ মিনিটে পেড্রো চিরিভেল্লার বাড়ানো বল পেয়ে গোল করেন জুলিয়ান জোন্স। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই শ্রুসবেরি ডিফেন্ডার ডোনাল্ড লাভ বিপজ্জনক ক্রস রুখতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেন। এরপর ৬৫ মিনিটে পেনাল্টি থেকে এবং ৭৫ মিনিটে মোট দুই গোল করে দলকে সমতায় ফেরান জ্যাসন কামিন্স। তবে প্রিমিয়ার লীগের মতো এফএ কাপে ভিএআর না থাকার জন্য নিজেদের ভাগ্যকে দুষতেই পারে লিভারপুল। বক্সের ঠিক আগে ইয়াসের লারুকি জশ লরেন্টকে ফেলে দিলেও রেফারি বাজান পেনাল্টির বাঁশি। তা থেকে ঠা-া মাথায় নিজের প্রথম গোল করেন কামিন্স। এর আগে টাকুমি মিনামিনোর একটা শট বক্সের মধ্যে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগলেও পেনাল্টি পায় লিভারপুল। ভি আর থাকলে দুটি বিষয়ই রেডসদের পক্ষে আসত। শেষ মুহূর্তে ম্যাচ বাঁচানোর জন্য সালাহ ও ফিরমিনোকে নামান হলেও লাভ হয়নি। ট্রানমের রোভার্সকে ৬-০ গোলে হারানোর ম্যাচে প্রথমার্ধেই পাঁচ গোল আদায় করে ম্যানইউ। দলটির হয়ে একটি করে গোল করেন হ্যারি ম্যাগুয়ার, ফিল জোন্স, দিয়াগো ডালোট, জেসে লিনগার্ড ও এ্যান্থনি মার্শিয়াল। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান তরুণ স্ট্রাইকার ম্যাসন গ্রিনউড। আরেক ম্যাচে শুরুতেই ফুলহ্যামের টিম রিম লালকার্ড দেখে মাঠের বাইরে গেলে কাজটা সহজ হয়ে যায় সিটির। দলটির হয়ে একটি করে গোল করেন ইকাই গুন্ডোগান ও বার্নাডো সিলভা। জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস।
×