ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আজ শ্রীলঙ্কাকে হারালেই সেমিতে বাংলাদেশ

প্রকাশিত: ১২:০২, ১৯ জানুয়ারি ২০২০

আজ শ্রীলঙ্কাকে হারালেই সেমিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ হারলে বিদায়। আর ড্র করলেও লাভ নেই। টাইব্রেকার নামের ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। সেখানে উত্তীর্ণ হতে পারলে তবেই মিলবে কাক্সিক্ষত সেমিফাইনালের টিকেট। তাহলে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে টানা চতুর্থবারের মতো শেষ চারে নাম লেখানোর কৃতিত্ব অর্জন করবে ‘দ্য বেঙ্গল টাইগার্স’ খ্যাত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেজন্য আজ রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিকদের অবশ্যই হারাতে হবে ‘গোল্ডেন লায়ন’ খ্যাত শ্রীলঙ্কাকে। খেলাটি শুরু হবে বিকেল ৫টায়। জেতাটা নিজের হাতে, তবে টাইব্রেকারে জেতাটা ভাগ্যের ব্যাপার। তাই ভাগ্যের ওপর নয়, জিতেই গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় জেমি ডে’র শিষ্যরা। বাংলাদেশের জন্য চেনা প্রতিপক্ষই শ্রীলঙ্কা। গত মাসেই (ডিসেম্বর, ২০১৯) কাঠমান্ডুতে এসএ গেমসে দুই দেশের অলিম্পিক দল পরস্পরের মুখোমুখি হয়েছিল। যদিও বাংলাদেশের ওই দলটি ছিল বলতে গেলে জাতীয় দলই। গত বছর ৫ ডিসেম্বর অনুষ্ঠিত ওই ম্যাচে মাহবুবুর রহমান সুফিলের দেয়া একমাত্র গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা বঙ্গবন্ধু গোল্ডকাপেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশের। ২০১৫ সালে সেবার ‘এ’ গ্রুপে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছিল লঙ্কানদের। এরপর ২০১৬ আসরেও গ্রুপপর্বে ৪-২ গোলের বড় জয় পেয়েছিল স্বাগতিকরা। ২০১৮ সালে নীলফামারীতে শ্রীলঙ্কার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই ম্যাচে অবশ্য ১-০ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। যদিও সামগ্রিক পরিসংখ্যানে লঙ্কানদের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। ১৬ ম্যাচে তারা জিতেছে ১০টিতেই। হেরেছে ৪টিতে। আর ড্র করেছে ২টিতে। বঙ্গবন্ধু গোল্ডকাপের এবারের আসরে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলই তাদের প্রথম ম্যাচে ০-২ গোলে হেরে গেছে ফিলিস্তিনের কাছে। তবে বাংলাদেশের হার আর শ্রীলঙ্কার হারের ধরন এক ছিল না। লঙ্কানরা শক্তিধর ফিলিস্তিনের কাছে ২-০ গোলের ব্যবধানে হারলেও তাদের বিপক্ষে পুরো ৯০ মিনিটজুড়ে যে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা ছিল দারুণ প্রশংসনীয়। এই আসরে বাংলাদেশ-শ্রীলঙ্কার পয়েন্ট, গোল গড় ও কার্ড সবই সমান। তাই আজকের ম্যাচে ড্র করলেই বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে নির্ভর করতে হবে ভাগ্যের ওপর। নির্ধারিত ৯০ মিনিট ম্যাচ অমীমাংসিত থাকলেই দু’দলের ভাগ্য নির্ধারিত হবে সরাসরি টাইব্রেকারে (টুর্নামেন্টের বাইলজ মোতাবেক)। আজ কেমন খেলবে বাংলাদেশ? দলের কোচ জেমি ডে এ প্রসঙ্গে বলেন, ‘গত বছর প্রীতি ম্যাচে তাদের বিপক্ষে হেরে যাবার পর আগামীকালই (আজ) আমরা আবারও তাদের মুখোমুখি হতে যাচ্ছি। তারা গত ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে যে ফুটবল খেলেছে, তাতে এটা নিশ্চিত তাদের রক্ষণ ভাঙ্গা সহজ হবে না। তবে ম্যাচ কঠিন হলেও যেহেতু আমাদের লক্ষ্য সেমিফাইনাল এবং এটি মাস্ট উইন ম্যাচ। তাই আমাদের একমাত্র লক্ষ্য থাকবে জয়।’ জয়ের লক্ষ্যে শিষ্যদের কাছে কোচের একটিই চাওয়া। সেটি হলো স্কোর করা। এ প্রসঙ্গে জেমির ভাষ্য, ‘যে করেই হোক এই ম্যাচে গোল করতে হবে। আমি গোল চাই।’ দলীয় অধিনায়ক জামাল ভুঁইয়া চোটগ্রস্ত। উরুতে ব্যথা পেয়েছেন প্রথম ম্যাচ খেলতে গিয়ে। শনিবার তিনি দলের সঙ্গে মাঠে থাকলেও অনুশীলন করেননি। আজ তিনি খেলতে পারবেন তো? ‘পায়ে এখনও ব্যথা আছে, তাই আজ অনুশীলন করিনি। কাল সকালে রানিং করার ট্রাই করব। যদি দেখি ব্যথা নেই, তাহলে খেলব। তবে আমি খেলার ব্যাপারে ৭৫ ভাগ আশাবাদী।’ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘ফিলিস্তিনের বিপক্ষে আমাদের বেশ কিছু ভুলত্রুটি ছিল। আমরা গোল আদায় করে নিতে পারিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সেটি যাতে না হয় আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি। যেহেতু এই ম্যাচে আমাদের জয়ই প্রধান লক্ষ্য। তাই আমরা সেভাবেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলব।’ জামাল আরও যোগ করেন, ‘শ্রীলঙ্কার ডিফেন্স অনেক শক্ত। তারা খেলে ছয় ডিফেন্ডার নিয়ে। বল দখলে ফিলিস্তিন এগিয়ে থাকলেও তারা স্কোর করেছে শেষদিকে এসে। ওরা এভাবে খেললে আমাদের জন্যও গোল করা কঠিন হয়ে যাবে। আমরা সেটি মাথায় রেখেই খেলতে নামব।’
×