ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

হ্যাটট্রিক করে এ্যাগুয়েরোর ইতিহাস

প্রকাশিত: ১২:০৩, ১৪ জানুয়ারি ২০২০

হ্যাটট্রিক করে এ্যাগুয়েরোর ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একবার নিজের জাত চেনালেন সার্জিও এ্যাগুয়েরো। ইংলিশ প্রিমিয়ার লীগে রবিবার এ্যাস্টন ভিলার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক গড়লেন তিনি। এর ফলে তার দলও পেয়েছে বড় জয়। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এদিন ৬-১ গোলে বিধ্বস্ত করেছে এ্যাস্টন ভিলাকে। সেইসঙ্গে প্রিমিয়ার লীগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপ গার্ডিওলার দল। ২২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪৭। এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে যথারীতি লিভারপুল। এ্যাস্টন ভিলার বিপক্ষে হ্যাটট্রিক গড়ে নতুন ইতিহাস গড়েছেন সার্জিও এ্যাগুয়েরো। সিটিজেনদের হয়ে এটা তার ১২তম হ্যাটট্রিক। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে যা সর্বোচ্চ। একইদিনে প্রিমিয়ার লীগের ইতিহাসে বিদেশী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোল করার রেকর্ডটাকেও নিজের করে নিয়েছেন ম্যানসিটির এই আর্জেন্টাইন স্ট্রাইকার। শুধু তাই নয়, প্রিমিয়ার লীগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এখন চার নম্বরে উঠে এসেছেন সার্জিও এ্যাগুয়েরো। চলতি মৌসুমে ইনজুরি বেশ ভালই ভুগিয়েছে সার্জিও এ্যাগুয়েরোকে। যে কারণে কয়েক দফা মাঠের বাইরে থাকতে হয় আর্জেন্টাইন স্ট্রাইকারকে। তার শূন্যস্থানে আলো ছড়িয়েছেন গ্যাব্রিয়েল জেসুস। তবে চোট কাটিয়ে মাঠে ফিরেই নিজেকে দারুণভাবে মেলে ধরেন তিনি। তবে সুস্থ হয়ে দলে ফেরায় মধুর সঙ্কটে পড়ে যান ম্যানচেস্টার সিটির প্রধান কোচ পেপ গার্ডিওলা। অগত্যা দুজনকেই শুরুর একাদশে মাঠে নামান স্প্যানিশ কোচ। তার সুফলও পেয়েছে দল। এ্যাস্টন ভিল্লার বিপক্ষে এ্যাগুয়েরোর হ্যাটট্রিকের দিনে গোল করেছেন জেসুসও। তাদের সঙ্গে জোড়া গোল করেছেন রিয়াদ মাহরেজ। আর তাতেই নিজেদের মাঠে বিধ্বস্ত হয় এ্যাস্টন ভিলা। এ্যাস্টন ভিলার বিপক্ষে গোলোৎসবের শুরুটা করেন রিয়াদ মাহরেজ। মাত্র ৬ মিনিটের ব্যবধানেই স্বাগতিকদের জালে দুইবার বল জড়ান তিনি। ১৮ মিনিটে দলকে নিজের প্রথম গোল উপহার দেয়ার পর ২৪ মিনিটে করেন দ্বিতীয় গোল। এরপরই শুরু হয় এ্যাগুয়েরোর শো। ২৮ মিনিটে নিজের প্রথম গোল করেন এ্যাগুয়েরো। দ্বিতীয়ার্ধে করেন তার ব্যক্তিগত দুই গোল। তার আগে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে সিটিজেনদের ব্যবধান বাড়িয়ে দেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস। এরপর ৫৭ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় আর দলের পঞ্চম গোল করেন এ্যাগুয়েরো। ৮১ মিনিটে প্রতিপক্ষের জালে শেষ পেরেকটিও ঠুকে দেন তিনি। আর তাতেই এ্যাস্টন ভিলার মাঠে দুর্দান্ত এক হ্যাটট্রিক গড়েন তিনি। সেইসঙ্গে রেকর্ডবুকেও জায়গা করে নেন নিজেকে। লীগের ইতিহাসে সর্বোচ্চ ১২ হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন তিনি। তার আগে ১১ হ্যাটট্রিক করে এই রেকর্ড ভাগাভাগি করছিলেন কিংবদন্তি এ্যালান শিয়েরারের সঙ্গে। এবার এককভাবে সেই রেকর্ডটাকে নিজের করে নিলেন এ্যাগুয়েরো। ১১ হ্যাটট্রিক করতে এ্যালান শিয়েরার খেলেছিলেন ৪৪১ ম্যাচ। অন্যদিকে মাত্র ২৫৫ ম্যাচে প্রতিনিধিত্ব করেই প্রতিপক্ষের জালে ১২টি হ্যাটট্রিক করলেন এ্যাগুয়েরো। শুধু তাই নয়, বিদেশী ফুটবলার হিসেবে এদিন ইংলিশ প্রিমিয়ার লীগে সর্বোচ্চ গোলের কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ম্যানসিটির আক্রমণ ভাগের সারথি ছাড়িয়ে গেলেন আর্সেনালের ফরাসী কিংবদন্তি থিয়েরি অঁরিকে। ইংলিশ প্রিমিয়ার লীগে ২৫৮ ম্যাচে ১৭৫ গোল করে এই রেকর্ড দীর্ঘদিন নিজের করে রেখেছিলেন বিশ্বজয়ী ফরাসী তারকা। এবার তিন ম্যাচ কম খেলেই অঁরিকে ছাড়িয়ে গেলেন এ্যাগুয়েরো (১৭৭)। সেইসঙ্গে আর্জেন্টাইন তারকা ছুঁয়ে ফেলেছেন চেলসির সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের রেকর্ড। সার্বজনীন রেকর্ডে দুজনই এখন যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। এ্যাগুয়েরোর সামনে আছেন ইংল্যান্ডের তিন ফুটবলার এ্যান্ডি কোল (১৮৭), ওয়েন রুনি (২০৮) এবং এ্যালান শিয়েরার (২৬০)। ম্যানসিটির আর্জেন্টাইন তারকা যেভাবে ছুটছেন তাতে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়াটা যেন শুধুই সময়ের ব্যাপার। এ্যাগুয়েরোর রেকর্ডময় রাতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পেপ গার্ডিওলাও। এ্যাস্টন ভিলাকে হারিয়ে কোচ হিসেবে শীর্ষ লীগে ৩০০তম ম্যাচ জয়ের নজির গড়লেন তিনি। বার্সিলোনা, বেয়ার্ন মিউনিখ এবং ম্যানসিটির হয়ে মাত্র ৩৯০ ম্যাচে প্রতিনিধিত্ব করেই ৩০০ ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন কাতালান কোচ।
×