ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ওয়ার্নের টুপির মূল্য প্রায় ৬ কোটি টাকা

প্রকাশিত: ০৯:৫২, ১১ জানুয়ারি ২০২০

 ওয়ার্নের টুপির মূল্য প্রায় ৬ কোটি টাকা

স্পোর্টস রিপোর্টার ॥ দাবানলে দুর্গতদের আর্থিক সহায়তায় নিজের অমূল্য ব্যাগি গ্রীন টুপি নিলামে তুলেছিলেন অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। ‘অভাবনীয়’ সাড়া পেয়েছেন। শুক্রবার ছিল নিলামের শেষদিন। শেষ মুহূর্তে এটি বিক্রি হয়েছে ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলারে। বাংলাদেশী মুদ্রায় ৫ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬৭২ টাকা। ৭০৮টি টেস্ট উইকেটের মালিকের টুপি নেয়ার জন্য কাড়াকাড়ি পড়ে যায় নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংক-এর মালিকানা পেয়ে যায়। ওয়ার্ন জানান, সবার উদারতায় অভিভূত তিনি। ব্যাগি গ্রীন যে এত দামে বিক্রি হবে সেটা প্রত্যাশা করেননি। পুরো অর্থ চলে যাবে অস্ট্রেলিয়ান রেড ক্রস দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন তহবিলে। অমূল্য ব্যাগি গ্রীন কিনেই চুপচাপ থাকছে না কমনওয়েলথ ব্যাংক। এটি প্রদর্শনীর জন্য পুরো দেশ ঘুরবে তারা। সেখান থেকে বাড়তি আর্থিক সহায়তা পাওয়ার আশা প্রতিষ্ঠানটির। এরপর এটি তারা জমা দেবে ব্র্যাডম্যান জাদুঘরে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে পুড়ছে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল। এই দুর্যোগে ২৭ জন মানুষ ও হাজার হাজার পশুপাখি মারা গেছে, পুড়ে ছাই ঘরবাড়ি।
×