ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ঘরের মাঠে এ কোন্ স্মিথ

প্রকাশিত: ১২:০৯, ৪ জানুয়ারি ২০২০

ঘরের মাঠে এ কোন্ স্মিথ

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার তো বটেই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। ২০১৮ সালের মার্চ থেকে ২০১৯-এর মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞার সময়েও তিনি ছিলেন আইসিসিসি’র সেরাদের তালিকায়। বিশ্বকাপ দিয়ে প্রত্যাবর্তনের ঠিক পরেই এ্যাশেজে রানের ফল্গুধারা বইয়ে দেন। ৪ টেস্টের ৭ ইনিংসে ১১০.৫৭ গড়ে করেন ৭৭৪ রান। সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি সমান তিনটি করে। সেই তারই ঘরের মাটিতে চলছে দুর্দশা। তাহলে শেষ থেকেই শুরু করা যাক। সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টে ৯৫ রানে অসিদের দুই উইকেট পড়লে ক্রিজে আসেন স্মিথ। অনেক বেশি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন তিনি। ৩৯টি ডট বলের পর প্রথম রানের খাতা খোলেন। ১৯৯১ সালে পোর্ট অ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডেভিড বুনের পর এই প্রথম কোন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রানের খাতা খুলতে এত বেশি বল লাগল। টেস্ট মেজাজে নিজের ধরন থেকে ব্যতিক্রমী ব্যাটিং করলেও শেষ পর্যন্ত ৬৩ রানে বিদায় নেন এ ডানহাতি ব্যাটসম্যান। ঘরের মাঠে স্মিথ এর আগে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ৪ ও ৩৬ রান করে আউট হন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থে ৪৩, ১৬ ও মেলবোর্নে ৮৫, ৭ রানে আউট হন তিনি। এবার সিডনিতে আউট হলেন ৬৩ রানে। অর্থাৎ এবারে মৌসুমে ঘরের মাটিতে ৭ ইনিংসে কোন সেঞ্চুরি নেই স্মির্থে সিডনিতে দ্বিতীয় ইনিংস এখন বাকি আছে। নাহলে আট মৌসুম পর ঘরের মাঠে কোন সেঞ্চুরি নেই স্মিথের। ২০১০-১১ মৌসুমে সর্বশেষ ঘরের মাঠে টেস্ট সিরিজে তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি তিনি। তখনও স্মিথকে ব্যাটসম্যান ভাবা হতো না। স্পিনের সঙ্গে একটু আধটু ব্যাটিং জানা ক্রিকেটার হিসেবে বিবেচিত ছিলেন তিনি। যে কারণে দলেও নিয়মিত ছিলেন না স্মিথ। ২০১১-১২ সালে ভারতের বিপক্ষে ৪-০তে সিরিজ জয়ী অস্ট্রেলিয়া দলেও ঠাঁই হয়নি। ২০১৩ সালে ভারত সফরে ব্যাটিংয়ে নজর কেড়ে টপঅর্ডারে উন্নীত হন এ ডানহাতি। এরপর এ্যাশেজে সেঞ্চুরি করে নিজের ব্যাটসম্যান সত্তা জানিয়ে দেন অসি-তারকা। ২০১৩-১৪ থেকে ২০১৭-২০১৮ মৌসুম পর্যন্ত হোম সিরিজে রানের ফোয়ারা ছুটিয়েছিলেন স্মিথ। টানা পাঁচ মৌসুম ঘরের মাঠের টেস্ট সিরিজে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। গত বছর নিষেধাজ্ঞার কারণে ভারতের বিপক্ষে ছিলেন না। এবার ঘরের মাঠে এখন পর্যন্ত কোন সেঞ্চুরি নেই। ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর প্রথম এমন দুর্ভাগ্যের শিকার হলেন তিনি। পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে ২০১৩-১৪ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত ১৩টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্মিথ। নিষেধাজ্ঞার কারণে ২০১৮-১৯ মৌসুমে ছিলেন অনুপস্থিত, আর ২০১৯-২০ মৌসুমে- সেঞ্চুরি নেই।
×