ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট বাতিল

প্রকাশিত: ১০:২২, ১৮ ডিসেম্বর ২০১৯

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট বাতিল

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছরের মে-জুনে আয়ারল্যান্ডে গিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি২০ ম্যাচের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু এই সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি বাতিল হয়ে গেছে। দুই দলের মধ্যকার প্রথম সাদা পোশাকের খেলাটি হচ্ছে না। ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রোম জানিয়েছেন, ‘গত বছর আইসিসির পূর্ণ সদস্য হওয়ার পর থেকেই আমাদের ক্রিকেট বোর্ডের আর্থিক টানাপোড়েন লেগেই আছে। আগামী বছর বেশ ব্যস্ত সময় পার করতে হতো আমাদের ক্রিকেটারদের। কিন্তু এমন অবস্থায় সেসব পরিকল্পনায় পরিবর্তন ও বাদ দেয়া হয়েছে।’ আর্থিক সঙ্কটের কারণেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচটি বাদ দেয়া হয়েছে। গত বছর ম্যালাহাইডে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আয়ারল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আইরিশদের মাটিতে দ্বিতীয় সাদা পোশাকের ম্যাচটি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আর্থিক সঙ্কটের কারণে ম্যাচের পরিকল্পনাটি বাতিল করা হয়েছে। একটি টেস্ট ম্যাচ আয়োজন করতে সবমিলিয়ে প্রায় ১ মিলিয়ন ইউরো বা ১.১৪ মিলিয়ন আমেরিকান ডলার খরচ পড়তো আয়ারল্যান্ডের। কিন্তু তাদের এই বিরাট অঙ্কের অর্থ খরচ করে ম্যাচ আয়োজন করার সামর্থ্য নেই বলে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সফরটি বাতিল হচ্ছে না। বাংলাদেশের আয়ারল্যান্ড সফরে টেস্ট ছাড়া যে ম্যাচগুলো রয়েছে সেগুলো ঠিকই আয়োজিত হবে। টেস্টের পরিবর্তে টি২০ বাড়িয়ে খেলতেও চায় আয়ারল্যান্ড। শুধু বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচটিই নয়, আফগানিস্তানের বিরুদ্ধেও ৫টি টি২০ ম্যাচের সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের বিরুদ্ধে ৫ ম্যাচের টি২০ সিরিজ হওয়ার কথা থাকলেও তাও হচ্ছে না। আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে তা জানিয়েও দিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ছোট্ট পরিসরের ক্রিকেট খেলবে আয়ারল্যান্ড। আর্থিক সঙ্কট থাকলেও আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপকে সামনে রেখে স্বল্প পরিসরের ম্যাচে মনোযোগ দিতে চাচ্ছে। ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ডিউট্রোম আরও জানান, ‘অন্য সব আইরিশ সমর্থকের মতো আমরাও টেস্ট, ওয়ানডে ও টি২০ তিন ফরমেটেই খেলতে চাই। তবে দুর্ভাগ্যজনকভাবে আমাদের আর্থিক সীমাবদ্ধতায় পরের বছর টেস্ট আয়োজন বাদ দিতে হয়েছে। এই টেস্ট ম্যাচটি আয়োজনের পেছনেও তেমন তাৎপর্য নেই। যেহেতু এটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত না। ফলে কার্যত একটি প্রীতি ম্যাচের জন্য ১ মিলিয়ন ইউরোর বেশি খরচ হবে যা এই টেস্ট আয়োজনের লভ্যাংশ কাভার করতে পারবে না।’
×