ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফিরছেন ‘ডিজে ব্র্যাভো’

প্রকাশিত: ১১:৩২, ১৪ ডিসেম্বর ২০১৯

 ফিরছেন ‘ডিজে ব্র্যাভো’

স্পোর্টস রিপোর্টার ॥ হুট করেই গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্র্যাভো। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে (ডবিউআইসিবি) ক্ষমতার পালাবদলের পর এবার অবসর ভেঙে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই তারকা অলরাউন্ডার। বোর্ড কর্তাদের রোশানলের কারণেই দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে পারেননি। বিশ্বব্যাপী ঘরোয় টি২০ লিগে অন্যতম সেরা মুখ হলেও জাতীয় নির্বাচকরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। উপেক্ষিত হতে হতে ক্লান্ত ডিজে ব্র্যাভো গত বছর অক্টোবরে জানিয়ে দেন যে, তিনি আর কখনও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে মাঠে নামবেন না। অবশেষে আসন্ন টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সেটা কেবল ছোট্ট ফরমেটের টি২০ ক্রিকেটেই। প্রত্যাবর্তনের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে ব্র্যাভো জানিয়েছেন, নির্বাচকেরা চাইলে টি২০ ফরমেটের জন্য তাকে ইন্ডিজ দলে বিবেচনা করা যেতে পারে। ব্র্যাভোর ভাষায়, ‘বিশ্বব্যাপী আমার শুভাকাঙ্খী ও অনুরাগীদের উদ্দেশ্যে জানাচ্ছি যে, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এটা এখন আর কোনো গোপন খবর নয় যে, এই বড় ঘোষণার পেছনে ক্যারিবীয় বোর্ডের প্রশাসনিক রদবদলই অন্যতম প্রধান কারণ।
×