ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মৃত্যুকূপে এমবাপে-রোনাল্ডোরা

একই গ্রুপে জার্মানি, পর্তুগাল ও ফ্রান্স

প্রকাশিত: ১১:৪২, ২ ডিসেম্বর ২০১৯

  একই গ্রুপে জার্মানি, পর্তুগাল ও ফ্রান্স

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছর অনুষ্ঠিত হবে ইউরো। তার আগে শুক্রবার হয়ে গেল ড্র। এবারের ড্র অনুযায়ী কঠিন গ্রুপে পড়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। ‘এফ’ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে শক্তিশালী এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও। যে কারণে এই গ্রুপকেই বলা হচ্ছে এবার মৃত্যুকূপ। ‘এফ’ গ্রুপের আরেক দল প্লে-অফের গন্ডি পেরিয়ে তিন চ্যাম্পিয়নের সঙ্গে যোগ দেবে। ২০২০ সালের জুনে শুরু হবে ইউরোপের বিশ্বকাপখ্যাত ইউরো চ্যাম্পিয়নশিপের ১৬তম আসর। যেখানে এবার একক কোন আয়োজক নেই। মহাদেশের ১২টি দেশের ১২টি শহরে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২৪ দলের প্রতিযোগিতার শেষ হবে ১২ জুলাই। ফাইনাল হবে ওয়েম্বলি স্টেডিয়ামে। বাছাইপর্বের বাধা অতিক্রম করে ইতোমধ্যেই ইউরোর চূড়ান্তপর্বে জায়গা করে নিয়েছে ২০টি দল। বাকি চার দল আসবে প্লে-অফ পর্বের ম্যাচ খেলে। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে প্লে-অফ পর্বের বাকি থাকা ম্যাচগুলো। ইউরোতে ‘এ’ গ্রুপে ইতালি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তুরস্ক, সুইজারল্যান্ড ও ওয়েলসকে। ‘বি’ গ্রুপে বেলজিয়ামের সঙ্গী ডেনমার্ক, ফিনল্যান্ড ও রাশিয়া। ‘সি’ গ্রুপের ম্যাচে হল্যান্ডের প্রতিদ্বন্দ্বী ইউক্রেন, অস্ট্রিয়া ও প্লে-অফ থেকে উঠে আসা একটি দল। বাছাইপর্বে নজরকাড়া পারফর্ম করা ইংল্যান্ড ‘ডি’ গ্রুপে পেয়েছে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া, চেকপ্রজাতন্ত্র ও প্লে-অফ পর্বের গ-ি পেরোনো একটি দলকে। ‘ই’ গ্রুপেও লড়াই হবে হাড্ডাহাড্ডি। যা গড়া হয়েছে স্পেন, সুইডেন, পোল্যান্ড ও প্লে-অফ জয়ী একটি দল নিয়ে। ইউরো ২০২০ গ্রুপিং ‘এ’ গ্রুপ ॥ ইতালি, তুরস্ক, সুইজারল্যান্ড, ওয়েলস ‘বি’ গ্রুপ ॥ ফিনল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, রাশিয়া ‘সি’ গ্রুপ ॥ অস্টিয়া, ইউক্রেন, হল্যান্ড, প্লে-অফ ডি জয়ী ‘ডি’ গ্রুপ ॥ ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র, প্লে-অফ সি জয়ী ‘ই’ গ্রুপ ॥ সুইডেন, পোল্যান্ড, স্পেন, প্লে-অফ বি জয়ী ‘এফ’ গ্রুপ ॥ জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, প্লে-অফ এ জয়ী।
×