ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এ্যাডিলেডে বেসামাল পাকিস্তান

প্রকাশিত: ১১:৫৬, ১ ডিসেম্বর ২০১৯

 এ্যাডিলেডে বেসামাল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রিসবেনে ইনিংস হারের লজ্জায় ডোবা পাকিস্তান এ্যাডিলেডেও ভীষণ বিপদে। ব্যাটে-বলে অস্ট্রেলিয়ার দাপটে দুইদিনই বেসামাল আজহার আলির দল। ডেভিড ওয়ার্নারের (৩৩৫*) রেকর্ড কাঁপিয়ে দেয়া ট্রিপল সেঞ্চুরি ও মার্নাস লাবুশেনের (১৬২) সেঞ্চুরির সৌজন্যে ৩ উইকেটে ৫৮৯ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে শনিবার দ্বিতীয়দিন শেষে ৯৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান। ৪ উইকেট হাতে নিয়ে ৪৯৩ রানে পিছিয়ে সফরকারীরা। ফলোঅন এড়াতেই চাই আরও ২৯৩ রান। ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তা বাদ দিলে সেটাও হয়তো কঠিন তাদের জন্য। বাবর আজম ৪৩ এবং ইয়াসির শাহ ৪ রান নিয়ে ক্রিজে আছেন। টি২০ সিরিজ হারের পর টেস্টে হোয়াইটওয়াশ এড়াতে এই টেস্টে জিততেই হবে, সেখানে আজ তৃতীয়দিনই হয়তো আজহারদের ভাগ্য লেখা হয়ে যেতে পারে। ১ উইকেটে ৩০২ রান নিয়ে শনিবার দ্বিতীয়দিন শুরু করা অস্ট্রেলিয়া আর ২ উইকেট হারিয়ে আরও ২৮৭ রান যোগ করে। ১৬৬ রান নিয়ে নামা ওয়ার্নার তুলে নেন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ৪১৮ বলে ৩৯ চার ও ১ ছক্কায় খেলেন অপরাজিত ৩৩৫ রানের মহাকাব্যিক ইনিংস। ২৩৮ বলে ২২ চারে ১৬২ রান করে আউট হন মার্নাস লাবুশেন। বিশাল রানের নিচে চাপ পড়ে ব্যাটিংয়ে নেমে একদমই সুবিধা করতে পারেনি পাকিস্তান। ৩৫ ওভারে ৯৬ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল শান মাসুদ (১৯), বাবর আজম (৪৩*) ও ইফতিখার আহমেদ (১০)। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক নিয়েছেন ৪ উইকেট। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ৫৮৯/৩ ডিক্লেঃ (১২৭ ওভার; ওয়ার্নার ৩৩৫*, বার্নস ৪, লাবুশেন ১৬২, স্মিথ ৩৬, ওয়েড ৩৬*; শহীন আফ্রিদি ৩/৮৮)। পাকিস্তান প্রথম ইনিংস- ৯৬/৬ (৩৫ ওভার; মাসুদ ১৯, ইমাম ২, আজহার ৯, বাবর ৪৩*, আসাদ ৯, ইফতিখার ১০, রিজওয়ান ০ , ইয়াসির ৪*; স্টার্ক ৪/২২, কামিন্স ১/৪৫, হ্যাজলউড ১/২৯)। ** দ্বিতীয়দিন শেষে
×