ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটিয়ায় বন্দুক ও এলজি উদ্ধার

প্রকাশিত: ০৪:১৫, ২৮ নভেম্বর ২০১৯

পটিয়ায় বন্দুক ও  এলজি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের চন্দ্রকলা ব্রীজ এলাকা থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক, একটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোর রাতে পটিয়া থানার এসআই মো: খালেদের নেতৃত্বে একটি টহল টিম তল্লাশি চালিয়ে রাস্তার পাশ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধলঘাট ইউনিয়নের চন্দ্রকলা ব্রীজ এলাকাটি সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের অঘোষিত এলাকা। ওই এলাকায় পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মাদক স¤্রাট কানা কামাল নিহত হয়। মূলত ধলঘাট-পাচুরিয়া সড়কটি দীর্ঘদিন ধরে ছোলাই মদ পাচারকারীদের নিরাপদ সড়ক হিসেবে ব্যবহার হয়ে আসছিল। প্রতি রাতেই এই সড়ক দিয়ে ছোলাই মদ পটিয়া ছাড়াও পার্শ্ববর্তী বোয়ালখালী উপজেলাতে ঢুকছে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত বন্দুক, এলজি ও গুলি মাদক ব্যবসায়ীদের হতে পারে। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, নিয়মিত টহল পুলিশ উপজেলার ধলঘাট ইউনিয়নের মুকুটনাইট এলাকার চন্দ্রকলা ব্রীজ পুলিশ গেলে রাস্তার পাশে পরিত্যক্ত এসব অস্ত্রশস্ত্র দেখতে পান। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন।
×