ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মূল্যবান হীরার গহনা চুরি

প্রকাশিত: ০৮:৩৩, ২৭ নভেম্বর ২০১৯

মূল্যবান হীরার গহনা চুরি

জার্মানির ড্রেসডেন শহরের গ্রিন ভল্ট জাদুঘর থেকে সোমবার ১৮শ’ শতকের মূল্যবান হীরার অলঙ্কার চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে চুরির সঙ্গে একাধিক ব্যক্তি এর সঙ্গে জড়িত, তারা কাঁচ ভেঙ্গে এ কাজ করেছে। পুলিশের ধারণা খোলাবাজারে চুরি করা এসব সামগ্রী বিক্রি করা সম্ভব হবে না। কিভাবে এত সহজে মূল্যবান সামগ্রী চুরি হলো তা তদন্তের জন্য ২০ বিশেষজ্ঞ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। - বিবিসি প্রাণীর মমি উদ্ধার মিসরীয় প্রতœতত্ত্ববিদরা সম্প্রতি বিভিন্ন প্রাণীর অনেক মমি করা দেহ উদ্ধার করেছেন। দেশটির সুপ্রীম কাউন্সিল অব এ্যান্টিক্ইুটিসের প্রধান মোস্তফা ওয়াজিরি চলতি সপ্তাহে জানিয়েছেন তারা প্রথমবারের মতো পিরামিড থেকে বিপুল সংখ্যক প্রাণীর মমি উদ্ধার করেছেন। কায়রোর নিকটবর্তী সাকারার একটি পিরামিড থেকে মমিগুলো উদ্ধার করা হয়। মমিগুলো কাঠের বাক্সে পাওয়া যায়। বিড়াল, সিংহ, কুমির ও বেজিসহ বিভিন্ন প্রাণীর মমি এতে পাওয়া যায়। উদ্ধার করা মমিগুলো পর্যটকদের জন্য প্রদর্শনের ব্যবস্থা হরা হয়েছে। - গার্ডিয়ান
×