ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এসএ গেমস প্রস্তুতি নিতে থাইল্যান্ডে যাচ্ছে আরচাররা

প্রকাশিত: ১১:৩৭, ২০ নভেম্বর ২০১৯

এসএ গেমস প্রস্তুতি নিতে থাইল্যান্ডে যাচ্ছে আরচাররা

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার সিটি গ্রুপ ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের যৌথ ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আরচারি ফেডারেশনের সহ-সভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী ও আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দীন আহমেদ চপল, সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং ও সেলস) জাফর উদ্দিন সিদ্দিকী, সিনিয়র ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ, জাতীয় আরচারি দলের প্রধান প্রশিক্ষক মার্টিন ফ্রেডারিক। সংবাদ সম্মেলনে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ২১তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপেও সিকিউরিটি ফর টোকিও ২০২০ অলিম্পিক গেমস এবং নেপালের পোখরায় অনুষ্ঠিতব্য ১৩তম এসএ গেমসের আরচারি ডিসিপ্লিনে অংশগ্রহণের জন্য জাতীয় আরচারি দলের নাম ঘোষণা করা হয়। টোকিও ২০২০ অলিম্পিক গেমসের মহিলা দলগত কোটা অর্জনের জন্যও বাংলাদেশ মহিলা আরচারি দল সিকিউরিটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। ব্যাংকক, থাইল্যান্ডে অনুষ্ঠেয় আরচারি প্রতিযোগিতায় অংশ নেয়া বাংলাদেশ দলের আরচাররা হলেন : রোমান সানা, হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম, সাকিব মোল্লা, ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা, বিউটি রায়, নাসরিন আক্তার, অসীম কুমার দাস, সোহেল রানা, সিয়াম সিদ্দিক, মোহাম্মদ আশিকুজ্জামান, সুস্মিতা বণিক, বন্যা আক্তার ও শ্যামলী রায়। এসএ গেমসের ফুটবল দল স্পোর্টস রিপোর্টার ॥ সাউথ এশিয়ান গেমসে পুরুষ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ অনুর্ধ-২৩ জাতীয় দল। দলের আবাসিক ক্যাম্প আগামী ২১ নবেম্বর থেকে ঢাকার পল্টনের একটি হোটেলে শুরু হবে। ডাক পাওয়া খেলোয়াড়দের খেলার প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে ২১ নবেম্বর বেলা ১২টায় ওই হোটেলে গিয়ে দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর কাছে রিপোর্ট করতে হবে। ২০ সদস্যের স্কোয়াডে নতুন মুখ চারজন। এরা হলেন- ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা, সেন্টার ফরোয়ার্ড আল-আমিন, গোলরক্ষক পাপ্পু হোসেন এবং মাহফুজ হাসান প্রীতম। সিনিয়র কোটায় দলে ঢোকা সেন্টার মিডফিল্ডার জামাল ভুঁইয়াকে করা হয়েছে অধিনায়ক। বাকি দুই সিনিয়র ফুটবলার হচ্ছেন ডিফেন্ডার ইয়াসিন খান এবং ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন।
×