ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক প্রীতি ফুটবল, আর্জেন্টিনা ২-২ উরুগুয়ে

কোনরকমে হার এড়ালো আর্জেন্টিনা

প্রকাশিত: ১১:৩৬, ২০ নভেম্বর ২০১৯

কোনরকমে হার এড়ালো আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোনরকমে হার এড়িয়েছে আর্জেন্টিনা। সোমবার রাতে ইসরাইলের তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে মহাদেশীয় প্রতিপক্ষ উরুগুয়ের বিরুদ্ধে দুইবার পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ২-২ ব্যবধানে ড্র করেছে লিওনেল মেসির দল। ম্যাচে প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছিলেন স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার দুই সতীর্থ মেসি ও লুইস সুয়ারেজ। যদিও মেসি ও সুয়ারেজ দু’জনেই ছিলেন সমানে সমান। এডিনসন কাভানিকে দিয়ে গোল করানোর পাশাাশি নিজেও এক গোল করে সুয়ারেজ আরও একবার জাতীয় দলের জার্সি গায়ে নিজেকে প্রমাণ করেছেন। অন্যদিকে ইনজুরি সময়ে (৯২ মিনিট) ডি বক্সে উরুগুয়ের এক ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টি থেকে গোল করে মেসি আর্জেন্টিনাকে পরাজয় থেকে রক্ষা করেন। এর আগে ৩২ বছর বয়সী মেসি ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সার্জিও এ্যাগুয়েরোর সমতাসূচক গোলের যোগানদাতা ছিলেন। আর ৬৮ মিনিটে ফ্রিকিক থেকে সুয়ারেজ উরুগুয়েকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দিয়েছিলেন। হৃদয়ের রেকর্ডে জয় বাংলাদেশ যুবাদের স্পোর্টস রিপোর্টার ॥ টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন তৌহিদ হৃদয়। বিশ্ব যুব ক্রিকেটের ওয়ানডেতে টানা ৩ ম্যাচে সেঞ্চুরির রেকর্ড এখন একমাত্র তারই। বগুড়ার এ ১৮ বছর বয়সী তরুণ ডানহাতি মিডলঅর্ডার ১০২ বলে ৩ চার, ৫ ছক্কায় ১১১ রানের ইনিংস খেলেন মঙ্গলবার। ফলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ব্যাট করে সিরিজের পঞ্চম ওয়ানডেতে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল ৭ উইকেটে ২৮৩ রান তোলে। জবাবে শ্রীলঙ্কা অনুর্ধ-১৯ দল ৪৪.৪ ওভারে ২৩৩ রানেই গুটিয়ে যায়। ৫০ রানের জয়ে ৫ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে লঙ্কানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশের যুবারা। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরপর তৌহিদের দুর্দান্ত ব্যাটিংয়ে টানা চার ম্যাচেই বড় জয় তুলে নেয় বাংলাদেশ। আগের দুই ম্যাচে অপরাজিত ১২৩ ও ১১৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি আর দ্বিতীয় ওয়ানডেতে করেছিলেন অপরাজিত ৮২। সিরিজে ৪৩১ রান করে নয়া রেকর্ড গড়েছেন। যুব ওয়ানডের দ্বিপাক্ষিক সিরিজে এরচেয়ে বেশি রান কেউ করতে পারেননি। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই প্রীতম কুমারের (১) উইকেট হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেটে সাজিদ হোসেন ও প্রান্তিক নওরোজ নাবিল ৫৬ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন। সাজিদ ২১ রানে বিদায় নেয়ার পর হৃদয়ের সঙ্গে জুটি বাঁধেন প্রান্তিক এবং তৃতীয় উইকেটে তারা ৬৯ রানের জুটি গড়েন। প্রান্তিক ৭৭ বলে ৪ চার, ২ ছক্কায় ৬৫ রানে সাজঘরে ফেরেন। এরপর পারভেজ হোসেন ইমনের সঙ্গে হৃদয়ের ১০০ রানের চতুর্থ উইকেট জুটিই বাংলাদেশকে বড় সংগ্রহ পাইয়ে দেয়। টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকান হৃদয়। ইমনও বিদায় নেন ৫৭ বলে ২ চার, ১ ছক্কায় ৩৮ রান করে। তবে তৌহিদ ১১১ রান করে সাজঘরে ফেরার পরই বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায়। ৭ উইকেটে ২৮৩ রান তোলে তারা। শ্রীলঙ্কার পক্ষে ২ উইকেট নেন রোহান সঞ্জয়া। জবাব দিতে নেমে মাত্র ৭ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারী লঙ্কান যুবারা।
×