ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মিশন শুরু করছে আজ বসুন্ধরা কিংস

প্রকাশিত: ১২:০৭, ২২ অক্টোবর ২০১৯

মিশন শুরু করছে আজ বসুন্ধরা কিংস

জাহিদুল আলম জয়, চট্টগ্রাম থেকে ॥ যেন তর সইছে না ইয়াসিন, তপু, রবিউল, বিপলু, বিশ্বনাথ, সবুজ, কলিনড্রেসদের। আন্তর্জাতিক আসরে খেলার জন্য মুখিয়ে আছেন বসুন্ধরা কিংসের এসব তারকা। কিন্তু তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সময় মতো আসতে না পারায় অপেক্ষা কিছুটা বেড়েছে। অবশেষে অপেক্ষার প্রহর শেষে আন্তর্জাতিক ক্লাব ফুটবলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশের পেশাদার লীগ ও স্বাধীনতা কাপের চ্যাম্পিয়নরা। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবলে ‘বি’ গ্রুপের ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ভারতের গোকুলাম কেরালা। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে আজ সন্ধ্যা ৭টায়। এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হচ্ছে কিংসদের। বাংলাদেশের ফুটবলাঙ্গনে প্রবেশের পর থেকেই একের পর এক চমক দেখিয়ে চলেছে দলটি। গত বছরের ২৬ ডিসেম্বর স্বাধীনতা কাপের শিরোপা জয় করার পর চলতি বছরের ২৫ জুলাই পেশাদার লীগেও চ্যাম্পিয়ন হয় কিংসরা। বাংলাদেশের পেশাদার ফুটবলের ইতিহাসে এর আগে কোন ক্লাবই নিজেদের অভিষেক আসরে দুই শিরোপা জয়ের স্বাদ পায়নি। কিন্তু নবাগত বসুন্ধরা কিংস ২০১৮-১৯ মৌসুমে সেটি করে দেখিয়েছে। দল বদলে বড় দলগুলোর ঘরে হানা দিয়ে বেশিরভাগ তারকাদের নিজেদের আস্তানায় নিয়ে আসে। ফলও এসেছে হাতেনাতে। অনেকটা বলেকয়েই তারা জিতে নিয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় ও মর্যাদার আসর পেশাদার লীগের শিরোপা। দলটির স্কোয়াডে দৃষ্টি দিলে দেখা যাবে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একাদশটাই যেন বসুন্ধরাতে। এদের মধ্যে আছেন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, তপু বর্মণ, মিডফিল্ডার ইমন মাহমুদ বাবু, রবিউল হাসান, বিপলু আহমেদ, আতিকুর রহমান ফাহাদ, মোহাম্মদ ইব্রাহিম, ফরোয়ার্ড মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ ও মাহবুবুর রহমান সুফিল। এদের প্রত্যেকেই জাতীয় দলের ফুটবলার। একঝাঁক দেশসেরা ফুটবলারের পাশাপাশি দলটিতে আছেন কোস্টারিকার হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলা ড্যানিয়েল কলিনড্রেস। তারকা এই ফরোয়ার্ড ইতোমধ্যে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখে বসুন্ধরার অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়া দলে আছেন আরেক বিদেশী বখতিয়ার দুশোবেকভ। দলের শক্তি বাড়াতে আনা হয়েছে ফরোয়ার্ড মোহাম্মদ জালালকে উড়িয়ে আনা হয়েছে লেবানন থেকে। জালাল অনুশীলনে চোট পেলেও প্রথম ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন বসুন্ধরা কোচ। এমন দুর্দান্ত একটি দলের লক্ষ্য ট্রফি ছাড়া কি আর হতে পারে। তারায় ভরপুর হলেও বসুন্ধরা কিন্তু বসে নেই। নিজেদের ময়দানী লড়াইয়ে উজাড় করে দেয়ার লক্ষ্যে নিয়মিত অনুশীলন করে চলেছে। আজকের ম্যাচে মাঠে নামার আগে তারা সবশেষ গা গরম করেছে চট্টগ্রামের বন্দর মাঠে। সেখানে দেখা গেল, কোচ অস্কার ব্রুজেন শিষ্যদের নিয়ে ভীষণ ব্যস্ত। প্রতিটি ছাত্রকে তিনি আলাদাভাবে তালিম দিচ্ছেন। মনযোগী শ্রোতা হিসেবে শিষ্যরাও সেগুলো তটস্থ করছেন। স্প্যানিশ এই কোচের মূলমন্ত্রই হচ্ছে, ‘পরিশ্রম করও সফল হও।’ যে কারণে অনেকক্ষেত্রেই তাকে খেলোয়াড়দের চেয়ে বেশি সময় মাঠে থাকতে দেখা যায়। অনুশীলন শেষে বিনয়ী এই ভদ্রলোক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রথম ম্যাচের প্রতিপক্ষকে সম্মান জানিয়ে অস্কার বলেন, ‘এটা বেশ কঠিন ম্যাচ হবে। কেননা তারা (গোকুলাম কেরালা) শেষ তিন মাস ধরে অনুশীলন করছে। ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন তারা। যেখানে সেমিফাইনাল ও ফাইনালে যথাক্রমে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে হারিয়ে শিরোপা জিতেছে। তাই কাগজে কলমে গোকুলাম কলকাতার এই দুই দল থেকে শ্রেয়তর।’ বসুন্ধরার অধিনায়ক ড্যানিয়েল কলিনড্রেসও জয় দিয়ে আসর শুরুর প্রত্যয় ব্যক্ত করেছেন। ঢাকা আবাহনী নাম প্রত্যাহার না করলে আজকের ম্যাচটি দেশের দুই জায়ান্ট বসুন্ধরা-আবাহনীর মধ্যে হতো। কিন্তু আবাহনী না খেলায় অনেক নাটকীয়তার পর গোকুলাম এসেছে। তাও আবার সোমবার রাতে। বন্দর নগরীতে পৌঁছার পর তাই পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ হয়নি ভারতের কেরালার এই দলের। তবে ক্লাবটির রেকর্ড দেখে বোঝা যাচ্ছে, ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। কেরালার শ্রী গোকুলাম গ্রুপের মালিকানাধীন ক্লাব ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর চমক দেখিয়েছে। তারা বর্তমানে ভারতের ডুরাল্ড কাপের চ্যাম্পিয়ন। পাশাপাশি ২০১৮-১৯ মৌসুমে আই-লীগে নবম হয়েছে। এই প্রথমবারের মতো কেরালার কোন ক্লাব খেলছে এশিয়ান ফুটবল কনফেডারেশন স্বীকৃত টুর্নামেন্টে। দলটির অধিনায়কের দায়িত্বে আছেন ত্রিনিদাদ এ্যান্ড টোবাগোর মার্কাস জোসেপ। কোচের দায়িত্বেও আছেন একজন বিদেশী। তিনি স্পেনের ফার্নান্ডো আন্ড্রেস সান্টিয়াগো ভালেরা। গতকাল চট্টগ্রাম আসার পর সান্টিয়াগো বলেন, ‘আমরা কেবল আসলাম। পরিস্থিতি বুঝে এগিয়ে যেতে হবে।’
×