ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

প্রকাশিত: ১২:৩২, ১৮ অক্টোবর ২০১৯

শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

সংবাদদাতা,লালপুর, নাটোর, ১৭ অক্টোবর ॥ লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি/ সমমান পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা,বৃত্তি প্রদান ও শিক্ষকসহ শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অন্যদের মধ্যে ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী, নাটোর জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আব্দুর রউফ সরকার, জেলা আওয়ামী লীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, সাইফুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার বানু। বাল্যবিয়ের দায়ে জরিমানা সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ১৭ অক্টোবর ॥ ভূঞাপুরে বাল্যবিয়ের দায়ে বর ও কনের অভিভাবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ১৬ অক্টোবর রাতে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন পারভীন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের নিকলাপাড়া থেকে আটক করে তাদের। জানা যায়, উপজেলার নিকলাপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে ইউনুসের (১৫) সঙ্গে পাশের মেঘারপটল গ্রামের ষষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়ে খাদিজার (১৩) সঙ্গে গত ১৪ অক্টোবর গোপনে বিয়ে সম্পন্ন করে। সে সময় বিষয়টি গোপন রাখা হলেও পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন পারভীন, সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসানকে সঙ্গে নিয়ে বুধবার রাতে অভিযান পরিচালনা করে শিশু খাদিজা ও তার বাবা সোহরাব আলী, ছেলের বাবা নূরুল ইসলামকে আটক করে।
×