ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহাকাশ গবেষণার নেপথ্যের কারিগর

প্রকাশিত: ১১:৪২, ৮ সেপ্টেম্বর ২০১৯

মহাকাশ গবেষণার নেপথ্যের কারিগর

চন্দ্রযান-২ এর প্রকল্প পরিচালক মুথায়া বনিতা। নেচার ম্যাগাজিন তাকে ২০১৯ সালের শীর্ষ বিজ্ঞানী হিসেবে নাম ঘোষণা করেছে। ভারতের ইন্টারপ্ল্যানেটরি মিশনের প্রথম নারী প্রকল্প পরিচালক বনিতা। এই প্রকল্পের দায়িত্ব যে দুজন নারী ছিলেন তাদের অন্যতম হলেন এই বনিতা। অন্যজন হলেন মিশন পরিচালক রিতু কারিধাল। প্রকল্প পরিচালক হিসেবে বনিতার দায়িত্ব ছিল ব্যাপক। কারণ প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সকল দায়দায়িত্ব ছিল তার ওপরই। আর মিশনের পরিচালক হলেন অস্থায়ী নেতা যাকে মিশন তদারকি এবং প্রকল্প যাতে নির্বিঘেœ সম্পন্ন হয়, সেজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সাধন করতে হয়। এম বনিতা এনডিটিভিকে বলেন, আমি এখানে সবচেয়ে নবীন প্রকৌশলী হিসেবে যোগ দেই। -গালফ নিউজ বরিস জনসনের বক্তৃতার সময় পড়ে গেলেন নারী পুলিশ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বক্তৃতা দেয়ার সময় এক শিক্ষানবিস নারী পুলিশ অসুস্থ হয়ে পড়েন। প্রধানমন্ত্রী দেরি করে আসার পর এক ঘণ্টারও বেশি কড়া রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছে তাকে। বৃহস্পতিবার ওয়েকফিল্ডে পুলিশ প্রশিক্ষণ কলেজে বক্তৃতা দিচ্ছিলেন ব্রেক্সিট নিয়ে তুমুল লড়াইয়ে থাকা বরিস জনসন। তার যখন বক্তৃতা দেয়ার কথা ছিল, তার চেয়েও দেড় ঘণ্টা পরে তিনি মঞ্চে ওঠেন। অগোছালো ও অসংলগ্নভাবে বক্তৃতা দিয়ে যাচ্ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আর তার বক্তৃতা শেষ না হওয়া পর্যন্ত পেছনে দাঁড়িয়ে থাকতে হয়েছে শিক্ষানবিস পুলিশ সদস্যদের। বক্তৃতার শেষ সময়ে একজন নারী পুলিশ বরিস জনসনের পেছনে ছিলেন। -ওয়েবসাইট
×