ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বাংলাদেশের বিচার বিভাগ সব সময় নারী ও শিশুর প্রতি সংবেদনশীল : প্রধান বিচারপতি

প্রকাশিত: ১০:০২, ২৬ আগস্ট ২০১৯

বাংলাদেশের বিচার বিভাগ সব সময় নারী ও শিশুর প্রতি সংবেদনশীল  :   প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘নারীর ও শিশুর প্রতি যথাযথ সম্মান ও তাদের প্রতি সহিংসতা কমাতে না পারলে সত্যিকারের শান্তিপুর্ণ ও গণতান্ত্রিক সমাজ হবে না। আমাদের সম্মিলিত চেষ্টা ন্যায়বিচার প্রাপ্তি ও আইনের শাসনের পথ সুগম করতে পারে। মনে রাখতে হবে কোথাও অবিচার করা হলে তা সবখানের ন্যায়বিচারের জন্য হুমকি। সোমবার সন্ধ্যায় সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘নারীর প্রতি সহিংসতা রোধ : জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষিত’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাউথ এশিয়ান ল’ইয়াস ফোরাম (এসএএলএফ) সম্মেলনের আয়োজন করে। সংগঠনের সভাপতি সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিচারপতি নাইমা হায়দার। বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, সুপ্রীমকোর্ট আইনজীবী (বার) সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ, বারের সাবেক সম্পাদক ড. বশির আহমেদ, মোমতাজ উদ্দিন মেহেদী ও বর্তমান সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ। প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সব সময় নারী ও শিশুর প্রতি সংবেদনশীল। বাংলাদেশের উচ্চ আদালত শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি রোধ এবং এ ধরণের অপরাধের বিচারের সম্ভাব্য প্রাতিষ্ঠানিক পদক্ষেগ গ্রহণের নির্দেশনা দিয়েছে। এটা প্রত্যাশিত দেশের সকল প্রতিষ্ঠান উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করবে।
×