ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা কিংসের পরবর্তী লক্ষ্য এএফসি কাপে ভাল করা

প্রকাশিত: ০৯:৪২, ৫ আগস্ট ২০১৯

 বসুন্ধরা কিংসের পরবর্তী লক্ষ্য এএফসি কাপে ভাল করা

স্পোর্টস রিপোর্টার ॥ নবাগত হিসেবে প্রিমিয়ার ফুটবল লীগ খেলতে এসেই চ্যাম্পিয়ন। এছাড়া মৌসুমের শুরুতে ফেডারেশন কাপে রানার্সআপ এবং স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন। মৌসুম শেষে ৩টির মধ্যে ২টি শিরোপা, কোন সন্দেহ নেই চোখ ধাঁধানো সাফল্য বসুন্ধরা কিংসের। এখন তাদের পরবর্তী লক্ষ্য আরও বড়- এএফসি কাপে ভাল ফল করা। দলকে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় (লীগ) শিরোপা জেতাতে পেরে দারুণ উচ্ছ্বসিত স্প্যানিশ কোচ অস্কার উইলিয়াম ব্রুজোন। একই অনুভূতি দলীয় অধিনায়ক, ফরোয়ার্ড এবং ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার ড্যানিয়েল কলিনড্রেসও। তবে দু’জনই ঢাকার বাইরের কিছু ভেন্যু নিয়ে অখুশি। মাঠগুলোর আরও উন্নতির পরামর্শ তাদের। অস্কার বলেছেন, ‘এবারের লীগ খুব উপভোগ্য হয়েছে। যে প্রত্যাশা নিয়ে দলের দায়িত্ব নিয়েছিলাম সেটি পূরণ হয়েছে। আমি খুশি। এদেশের ফুটবলে অনেক সম্ভাবনা আছে। এখানে অনেক ভাল মানসম্পন্ন ফুটবলার আছে। আরেকটু নিয়মতান্ত্রিক হওয়া দরকার লীগটা। কিছু অবকাঠামোগত উন্নয়ন করাও প্রয়োজন।’ কোন্ বিষয়গুলোতে উন্নতি প্রয়োজন বলে মনে করছেন? অস্কারের জবাব, ‘প্রিমিয়ার লীগের বেশকিছু ভেন্যুর অবস্থা খুবই খারাপ। বিশেষ করে নোয়াখালীর স্টেডিয়ামটির আরও উন্নয়ন করা দরকার।’ শুধু বসুন্ধরাকে চ্যাম্পিয়ন করা নয়। লীগের সেরা কোচ হিসেবেও মনোনীত হয়েছেন তিনি। আগামী মৌসুমে বসুন্ধরার সঙ্গেই থাকছেন কিনা? জানতে চাইলে অস্কার বলেছেন, ‘এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। ছুটি কাটাতে যাচ্ছি। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেব।’ দলের অন্যতম ফুটবলার দলীয় অধিনায়ক কলিনড্রেস। যিনি লীগের সেরা খেলোয়াড় হবার গৌরবও অর্জন করেন। তার ভাষ্য, ‘আমাদের দলেই অনেক ভাল বাংলাদেশী ফুটবলার আছে। অন্যান্য ক্লাবেও আছে। সব দলেই বেশকিছু ভাল মানসম্পন্ন বিদেশী খেলোয়াড় ছিল। সবমিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে এবারের লীগটি।’ আগামী মৌসুমে বসুন্ধরায় খেলবেন কিনা জানতে চাইলে কলিন্ড্রেসও কোচের মতোই জানালেন তিনিও ছুটিতে যাচ্ছেন। আগামীবার খেলা নিয়ে এখনই কিছু বলতে পারছেন না। তবে বসুন্ধরায় খেলতে তিনি খুব স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। সেই সঙ্গে দেশের ফুটবলের উন্নতি করতে প্রিমিয়ার লীগের কিছু ভেন্যুর উন্নতি প্রয়োজন বলে মনে করছেন এই বিশ্বকাপার। লীগে আলো ছড়ানো আরেক ফুটবলার মতিন মিয়া। এএফসি কাপে আরও ভাল করার প্রত্যাশা তার। লীগ প্রসঙ্গে স্থানীয় এই ফুটবলার বলেছেন, ‘বিদেশী খেলোয়াড়দের ভিড়ে কোচ আমার ওপর আস্থা রেখেছেন। সেই আস্থার প্রতিদান দিতে পেরেছি তাই খুশি। এএফসি কাপে আরও ভাল করতে চাই আমরা।’
×