ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আফগানদের কাছে বাংলাদেশের লজ্জার হার

প্রকাশিত: ০৯:৪৩, ৯ জুলাই ২০১৯

 আফগানদের কাছে  বাংলাদেশের লজ্জার হার

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম চারদিনের ম্যাচে সফরকারী আফগানিস্তান ‘এ’ দল ৭ উইকেটে বিধ্বস্ত করেছে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলকে। সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চতুর্থ ও শেষ দিনে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংস ১৭৫ রানে গুটিয়ে যায়। এরপর আফগান ‘এ’ দলের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৭২ রানের। মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে ফেলে সফরকারীরা। এর ফলে ২ ম্যাচের চারদিনের ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান ‘এ’ দল। আগের দিনই স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলের পরাজয় শঙ্কা দেখা গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়া দলটি ৯ উইকেটে ১৭০ রান নিয়ে শেষ করেছিল। সোমবার চতুর্থ দিনে আর মাত্র ৫ রান যোগ করতেই ১৭৫ রানে মুখ থুবড়ে পড়ে স্বাগতিকরা। আফিফ হোসেন ধ্রুব সর্বোচ্চ ৪১ রান করেন। বিধ্বংসী বোলিং করে লেগস্পিনার কাইস আহমেদ ৬৫ রানে নেন ৭ উইকেট। প্রথম ইনিংসেও তিনি ৩ উইকেট নিয়েছিলেন এবং বাংলাদেশ ‘এ’ দল গুটিয়ে গিয়েছিল ২৫৩ রানে। আফগানিস্তান ‘এ’ দল প্রথম ইনিংসে করেছিল ২৫৭। ফলে সফরকারীদের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭২ রান। দলীয় ৭১ রানেই সালাউদ্দিন সাকিলের জোড়া এবং সানজামুল ইসলামের আঘাতে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল আফগানিস্তান ‘এ’ দল। কিন্তু চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ১০৪ রানের জুটি গড়েন ইব্রাহিম জাদরান ও অধিনায়ক নাসির জামাল। উভয়ে অর্ধশতক হাঁকান। ইব্রাহিম ১৬৪ বলে ৬ চারে ৭৬ ও নাসির ৯৯ বলে ৭ চারে ৫৯ রানে অপরাজিত থাকলে ৩ উইকেটে ১৭৫ রান তুলে ৭ উইকেটের বড় জয় পায় আফগানিস্তান ‘এ’ দল।
×