ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাঁচা-মরার লড়াইয়ে ইংল্যান্ডের রানের পাহাড়

প্রকাশিত: ১১:৩২, ১ জুলাই ২০১৯

 বাঁচা-মরার লড়াইয়ে ইংল্যান্ডের রানের পাহাড়

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্বার গতিতে এগিয়ে চলা হট ফেবারিট ইংল্যান্ডকে থামিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। পরে অস্ট্রেলিয়ার কাছেও হেরে সেমিফাইনালে ওঠার পথটা হয়ে উঠেছিল দুর্গম। তাই বামিংহ্যামের এজবাস্টনে ব্যাট হাতে জ্বলে উঠল ইংলিশরা। ভারতের বিপক্ষে রবিবার বাঁচা-মরার লড়াইয়ে আগে ব্যাট করে জনি বেয়ারস্টোর সেঞ্চুরি ও উদ্বোধনী জুটিতে ১৬০ রানের সুবাদে রানের পাহাড় গড়েছে তারা। বেন স্টোকস মাত্র ৫৪ বলে ৭৯ রানের বিস্ফোরক ইনিংস খেললে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩৭ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড। এটি ভারতের বিপক্ষে ইংলিশদের ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আর বিশ্বকাপে তাদের বিপক্ষে দ্বিতীয় সর্বাধিক। জেতার জন্য ভারতকে রেকর্ড গড়ার লক্ষ্যই ছুড়ে দিয়েছে ইংল্যান্ড। এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ ৩২৮ রানের লক্ষ্য পেরিয়ে যাওয়ার রেকর্ড আছে আয়ারল্যান্ডের। ইংলিশদের বিপক্ষেই ২০১১ সালে তারা জিতেছিল। সেই রেকর্ড পেছনে ফেলতে হবে ভারতকে। এমন এক ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিং করে ভারতীয় পেসার মোহাম্মদ শামি ৬৯ রানে নেন ৫ উইকেট। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। সেমির রেসে টিকে থাকার জন্য অবশ্যই জিততে হবে এমন সমীকরণ নিয়ে তারা ইনজুরি থেকে ফেরা ওপেনার জেসন রয়কে দলে ফেরায়। আর সেটি ফলপ্রসূ হয়েছে ইংলিশদের জন্য। আগের দুই ম্যাচে ইংলিশ ওপেনাররা তেমন কিছু করতে পারেননি বলেই হতাশাব্যঞ্জক ফলের শিকার হয় তারা। এবার উদ্বোধনী জুটিতেই আসে ১৬০ রান। প্রথম পাওয়ার প্লে’র ১০ ওভারে ধীরগতিতে মাত্র ৪৭ রান তুললেও পরের ৫.৩ ওভারে ৫৩ রান যোগ করে রানের গতি দ্রুত করে দেন বেয়ারস্টো-রয়। রয় যখন ৫৭ বলে ৬ চারে ২ ছক্কায় ৬৬ রান করে সাজঘরে ফেরেন ততক্ষণে বড় সংগ্রহের ভিত হয়ে গেছে। উদ্বোধনী জুটিতে এসেছে মাত্র ২২ ওভারেই ১৬০ রান। কুলদ্বীপ যাদব ব্রেক থ্রু এনে দিলেও তিনি ছিলেন দারুণ খরুচে আর স্বস্তিও ফেরেনি ভারতীয় তাঁবুতে। দ্বিতীয় উইকেটে বেয়ারস্টো আর জো রুট ৪৫ রানের জুটি গড়ে দেন। বিশ্বকাপে প্রথম শতক পেয়ে যান বেয়ারস্টো। তিনি ১০৯ বলে ১০ চার, ৬ ছক্কায় ১১১ রান করে শামির শিকার হন। পরের ওভারেই ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানকে (১) সাজঘরে ফিরিয়ে ভারতীয় দলকে ম্যাচে ফিরিয়ে আনেন শামি। তবে স্টোকসকে সঙ্গে নিয়ে রুট চতুর্থ উইকেটে দারুণভাবে এগিয়ে নিতে থাকেন ইংল্যান্ডকে। দু’জন ৬৩ বলে ৭০ রানের জুটি গড়েন। ফিরতি স্পেলে শামি বোলিংয়ে এসে আবার আঘাত হানেন। এবার তিনি শিকার করেন ৫৪ বলে ২ চারে ৪৪ রান করা রুটকে। তবে ৮ বলে ১ চার ২ ছক্কায় ২০ রান করে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন জস বাটলার। তাকেও ফিরিয়ে দেন শামি। একদিকে শামি তার গতির ঝড়ে ইংলিশ ব্যাটসম্যানদের বিপর্যস্ত করলেও অন্যরা ছিলেন দারুণভাবে ব্যর্থ। তাই রানের চাকা থামেনি। স্টোকস অর্ধশতক পেয়ে যান মাত্র ৩৮ বলে। তিনি বিধ্বংসী হয়ে এগিয়ে যেতে থাকেন। অপর প্রান্তে শামি সাজঘরে ফিরিয়ে দেন ক্রিস ওকসকে (৭)। স্টোকস যখন ৫৪ বলে ৬ চার, ৩ ছক্কায় ৭৯ রানে সাজঘরে ফেরেন ততক্ষণে ইংলিশরা বড় পুঁজি পেয়ে যায়। দারুণ বোলিং করা জাসপ্রিত বুমরা তাকে শিকার করে ১০ ওভারে ৪৪ রানে শেষ করেন। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা নৈপুণ্য দেখিয়েছিলেন, এদিন তিনি সেটিকে ছাড়িয়ে গিয়ে ৬৯ রানে ৫ উইকেট দখল করেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩৭ রান তোলে ইংল্যান্ড। ভারতের নির্ভরযোগ্য দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল ১০ ওভারে ৮৮ রান দিয়ে উইকেটশূন্য আর কুলদীপ ৭২ রান দিয়ে ১ উইকেট নিয়ে হতাশ করেছেন। ওয়ানডেতে এর আগে ভারতের বিপক্ষে ২০১৭ সালে কটকে পরে ব্যাট করে ৮ উইকেটে ৩৬৬ এবং পুনেতে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩৫০ রান তুলেও হেরে গিয়েছিল ইংলিশরা। তাই এবার একটি সুযোগ আছে ভারতের। কিন্তু ৩২৭ রানের বেশি তাড়া করার রেকর্ড নেই বিশ্বকাপে। তাই ভারতকে নতুন রেকর্ড গড়তে হবে। ২০১১ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে পরে ব্যাট চালিয়ে সর্বাধিক ৮ উইকেটে ৩৩৮ রান তুলে টাই করেছিল ইংলিশরা। ১৯৭৫ বিশ্বকাপে আরেকবার তিন শতাধিক রান তুলে জিতেছিল ইংল্যান্ড। সেবার লর্ডসে আগে ব্যাট করে ৪ উইকেটে ইংল্যান্ডের করা ৩৩৪ রান তাড়া করতে নেমে পারেনি ভারত। এবার কি পারবে তারা? ইংলিশদের বিপক্ষে ৩৫১ রানের লক্ষ্য ছোঁয়ার রেকর্ড তো খুব বেশি পুরনো নয় বিরাট কোহলিদের!
×