ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এখনও সুযোগ আছে অস্ট্রেলিয়ার, অভিমত স্টিভের

প্রকাশিত: ১২:২৬, ১২ জুন ২০১৯

এখনও সুযোগ আছে অস্ট্রেলিয়ার, অভিমত স্টিভের

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের বিরুদ্ধে রবিবার হেরে গেলেও বিশ্বকাপ জেতার সুযোগ আছে অস্ট্রেলিয়ার। মনে করছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়াহ। তিনি মনে করেন বিশ্বকাপে সফল হওয়ার মতো শক্তি এবং ব্যাটিংয়ে গভীরতা রয়েছে অস্ট্রেলিয়ার। দু’বারের বিশ্বকাপজয়ী স্টিভ আইসিসির কলামে বলেছেন, অস্ট্রেলিয়ার এই হারের পর হতাশ হওয়া উচিত নয়। কারণ দলের এই হার থেকে ঘুরে দাঁড়ানোর সময় রয়েছে। সেমিফাইনালের আগে ব্যাটিং, বোলিং কোথায় সমস্যা হচ্ছে সেটা খুঁজে বের করে সমাধান করতে হবে। স্টিভের মতে এখনও বিশ্বকাপ জেতার দৌড়ে অনেক দলই রয়েছে। ৬টা দল এখনও বিশ্বাস করছে লর্ডসে বিশ্বকাপ ট্রফি হাতে তোলার সুযোগ রয়েছে তাদের, লিখেছেন তিনি। অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েলই যা ১৪ বলে ২৮ রানের ইনিংসে দেখিয়েছেন ভারতের শক্তিশালী ব্যাটিংয়ের সঙ্গে পাল্লা দিতে পারেন তিনি। বাকি অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের ধীর গতির ব্যাটিং তাদের লক্ষ্যে পৌঁছে দেয়ার আগেই ভারতকে জিতিয়ে দেয়। স্টিভ ওয়াহ যদিও মনে করেন অস্ট্রেলিয়া যে রকম খেলেছে তাদের এই হার থেকে উঠে দাঁড়াতে দলে সামান্য কিছু পরিবর্তন করলেই হবে। আমার মনে হয় না দলে বেশি পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। সামান্য কিছু বদল এবং ভাগ্যের সঙ্গ চাই শুধু। অন্য কোন দিন হলে হয়তো অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের কয়েকটা শট বাউন্ডারি পার করে যেত বা ফিল্ডাররা কয়েকটা বল ফস্কাত। আমরা জয়ের দিকে এগিয়ে যেতে পারতাম, বলেছেন স্টিভ। তিনি আরও বলেছেন, আমাদের ব্যাটসম্যানরা প্রয়োজনীয় রান রেট অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছে। কিন্তু ভারতের বোলাররা দুরন্ত বোলিং করেছে। সর্বস্ব উজাড় করে দিয়েছে ফিল্ডাররাও। ওদের পরিকল্পনা নিখুঁত ছিল। সঙ্গে চাপও বজায় রেখেছিল অস্ট্রেলিয়া দলের উপর। আজকের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে আমার বিশ্বাস ঘুরে দাঁড়াবে অস্ট্রেলিয়া।
×