ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

স্টুটগার্ট থেকে ওস্টাপেঙ্কো-মার্টেন্সের বিদায়

প্রকাশিত: ১২:১৭, ২৫ এপ্রিল ২০১৯

স্টুটগার্ট থেকে ওস্টাপেঙ্কো-মার্টেন্সের বিদায়

জিএম মোস্তফা ॥ স্টুটগার্ট ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কো আর বেলজিয়ামের এলিস মার্টেন্স। স্বদেশী এ্যানাস্তাসিজা সেভাস্তোভার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন ফ্রেঞ্চ ওপেনের সাবেক চ্যাম্পিয়ন ওস্টাপেঙ্কো। দিনের আরেক ম্যাচে রাশিয়ার দারিয়া কাসাতকিনার কাছে হেরে স্টুটগার্ট ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নেন এলিস মার্টেন্স। ২০১৭ সালে বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন জেলেনা ওস্টাপেঙ্কো। সে বছরই ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পান তিনি। কিন্তু ফ্রেঞ্চ ওপেনের সেই চ্যাম্পিয়নকে আর স্বরূপে দেখা যায়নি কখনই। তবে ক্লে-কোর্টের প্রথম টুর্নামেন্টে কেমন করবেন লাটভিয়ার এই তরুণী? সেটা দেখার জন্য অপেক্ষা করছিলেন টেনিসপ্রেমীদের অনেকেই। কিন্তু এখানেই সেই হতাশা দিয়ে শুরু করতে হলো জেলেনা ওস্টাপেঙ্কোকে। টুর্নামেন্টের সপ্তম বাছাই সেভাস্তোভা এদিন ৬-২, ৪-৬ এবং ৬-০ গেমে পরাজিত করেন তার স্বদেশী তারকা খেলোয়াড়কে। তবে ওস্টাপেঙ্কোকে হারানোর পর সেভাস্তোভা নিজেও হতাশ। তিনি বলেন, এটা আমাদের উভয়ের জন্যই খারাপ অনুভূতি। তবে দিনশেষে আপনি শুধু নিজের দিকেই মনোযোগী হবেন। কেননা এটা স্টুটগার্ট। এখানে প্রথম ম্যাচে স্বাভাবিকভাবেই আপনি অন্য যে কোন টুর্নামেন্টের মতোই খেলতে চাইবেন। তার পরাজয়টা মেনে নেয়া কঠিন। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা জিতে আমি খুব খুশি। ২০১৭ সালে সর্বশেষ এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন সেভাস্তোভা। সেবার স্টুটগার্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। মঙ্গলবার নিজের প্রথম ম্যাচে ২৯ নম্বরে থাকা ওস্টাপেঙ্কোকে হারাতে সময় নেন ১ ঘণ্টা ৪৯ মিনিট। দ্বিতীয় রাউন্ডে র‌্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে থাকা সেভাস্তোভার প্রতিপক্ষ এখন জার্মানির লারা সিগেমুন্ড। ওয়াইল্ড কার্ড নিয়ে এই টুর্নামেন্টে খেলতে আসা সিগেমুন্ড তার প্রথম ম্যাচে পরাজিত করেছেন লেসিয়া সুরেঙ্কোকে ৬-২ এবং ৬-২ গেমে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচটা কেমন হবে? মোটেও সহজ হবে না বলে জানিয়েছেন সেভাস্তোভা। তিনি বলেন, তার বিপক্ষে ক্লে-কোর্টের লড়াইটা বেশ কঠিন হবে। ২০১৭ সালে চার্লস্টনে তার কাছে হেরেছিলাম আমি। তবে তার আগে ২০১৬ সালে বুখারেস্টে তাকেও হারিয়েছিলাম আমি। সে কখনই আপনাকে সহজে পয়েন্ট উপহার দিবে না। সে এই কোর্ট খুব পছন্দ করে। তাছাড়া হোম কন্ডিশনের বাড়তি সুবিধা পাবে সে। যে কারণে ম্যাচটা খুব কঠিন হবে। আরেক ম্যাচে এলিস মার্টেন্সকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন দারিয়া কাসাতকিনা। রাশিয়ার এই প্রতিভাবান খেলোয়াড় স্টুটগার্টের প্রথম রাউন্ডের ম্যাচে ৭-৬ (৮) এবং ৭-৫ গেমে পরাজিত করেন এলিস মার্টেন্সকে। অথচ এই বেলজিয়াম তারকাই ফেব্রুয়ারিতে কাতার ওপেন জিতেছিলেন দাপুটে পারফর্মেন্স উপহার দিয়ে। রোমানিয়ার সিমোনা হ্যালেপকে পরাজিত করে নতুন মৌসুমের প্রথম শিরোপা জয়ের স্বাদ পান তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা সিমোনা হ্যালেপ অবশ্য স্টুটগার্টের কোর্টে নামার সুযোগ পাননি। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন এই রোমানিয়ান তারকা। অসুস্থ হয়ে খেলতে পারেননি স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজাও। এর ফলে স্টুটগার্টের বড় নাম এখন নাওমি ওসাকাই। শীর্ষ বাছাই হওয়ার কারণে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে খেলতে হয়নি জাপানের তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়কে। স্টুটগার্টের মিশন শুরুর আগে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় জানান, ইনজুরির বিষয়ে সতর্ক থেকেই খেলাটা তার মূল লক্ষ্য। কেননা আগামী মাসেই যে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। তার আগের এই সময়টা ওসাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় নাওমি ওসাকা। হ্যালেপ না খেলার কারণে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখাটা তারজন্য অনেকটাই সহজ হয়ে গেল। তবে বড় হুমকি এখন পেত্রা কেভিতোভা। ওসাকা যদি প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন আর কেভিতোভা যদি চ্যাম্পিয়ন হন তাতেই শীর্ষস্থান দখল করবেন চেক তারকা।
×