ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করল জিম্বাবুইয়ে

প্রকাশিত: ১২:২২, ১৮ এপ্রিল ২০১৯

আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করল জিম্বাবুইয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাঠে চার ম্যাচ ওয়ানডে সিরিজে আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করেছে জিম্বাবুইয়ে। বুধবার সিরিজের চতুর্থ ও শেষ ওয়ানডেতে তারা বৃষ্টি আইনে আমিরাতকে হারিয়েছে ৩ উইকেটে। হারারেতে আমিরাত প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে ১৭৫ রানে অলআউট হয়ে যায়। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় জিম্বাবুইয়ের সামনে নতুন লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩০ ওভারে ১২৮। তা ২৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। ব্যাট হাতে জিম্বাবুইয়ের টিমিসেন মারুমা সর্বোচ্চ ৩৫ রান করেন। ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় এই রান করেন তিনি। ২৮ রান করেন রেগিস চাকাবা। শন উইলিয়ামস ২০ ও ব্রায়ান চারি করেন ১৯ রান। বল হাতে আমিরাতের মোহাম্মদ নাভিদ ও রোহান মুস্তাফা ২টি করে উইকেট নেন। তার আগে আমিরাতের ইনিংসে ব্যাট হাতে কেউ অর্ধশত রানও করতে পারেনি। সর্বোচ্চ ৪৬ রান করেন চিরাগ সুরি। ৪৫ রান করেন রিজওয়ান। উসমানের ব্যাট থেকে আসে ২৭টি রান। দুই অঙ্কের কোটায় কেবল আর দুইজন রান করতে পারেন। ১৮টি রান আসে গুলাম শাবেরের ব্যাট থেকে। ১১ রান করেন সুলতান আহমেদ। বল হাতে জিম্বাবুইয়ের কাইল জারভিস, এমপফু ও শন উইলিয়ামস ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা কাইল জারভিস। আর সিরিজসেরা রেগিস চাকাবা। ভলিবলে চ্যাম্পিয়ন আনসার স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতার চতুর্থ আসরের ফাইনালে বাংলাদেশ আনসার ২৫-৮, ২৫-১৭, ২৫-২২ পয়েন্টে ওয়ারী ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেরা এ্যাটাকার হন কেয়া (ওয়ারী)। সেরা ডিফেন্ডার হন সোহেলী (আনসার) এবং সেরা সেটার হন কাজলী (পুলিশ)। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ পুলিশ ২৫-৯, ২৫-১৬, ২৪-২৬, ২৫-১০ পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারায়।
×