ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শারাপোভাকে ফেদেরার হওয়ার পরামর্শ

প্রকাশিত: ১১:৪২, ১৩ এপ্রিল ২০১৯

 শারাপোভাকে ফেদেরার হওয়ার পরামর্শ

স্পোর্টস রিপোর্টার ॥ বয়সে সাঁইত্রিশকেও ছাড়িয়ে গেছেন রজার ফেদেরার। এই বয়সেও টেনিস কোর্টে দুর্দান্ত গতিতে ছুটছেন সুইস তারকা। শুধু তাই নয়, ২০১৯ সালে এখন পর্যন্ত একমাত্র খেলোয়াড় হিসেবে দুটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। গত মাসের শুরুতে দুবাই চ্যাম্পিয়নশিপের শিরোপা উঁচিয়ে ধরে ক্যারিয়ারের শততম ট্রফি জয়ের মাইলফলক স্পর্শ করেন ফেড এক্সপ্রেস। তারপর সর্বশেষ মিয়ামি ওপেনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। এর পেছনের রহস্যটা কী? টেনিসপ্রেমীদের কাছে সেটাও খুব পরিষ্কার। বেছে বেছে টুর্নামেন্টে অংশ নেন রজার ফেদেরার। এবার মারিয়া শারাপোভাকে ফেদেরারের কাছ থেকে অনুপ্রেরণা নেয়ার পরামর্শ দিয়েছেন রাশিয়ান টেনিস ফেডারেশনের প্রধান শামিল টার্পিচেভ। জানালেন, ফেদেরারের মতো শারাপোভারও উচিত বেছে বেছে টুর্নামেন্টে অংশগ্রহণ করা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শারাপোভা এখন বারবার ইনজুরির শিকার হচ্ছেন। এটা আসলেই বিরক্তিকর ব্যাপার। সে যে শুধু কাঁধের ইনজুরিতে পড়ে তা নয় বরং পা এমনকি হিপের চোচেও ভুগে। তার সম্ভবত সূচী কমিয়ে আনা উচিত। আমি মনে করি, তারও উচিত ফেদেরারের মতো কম খেলা।’ সুদীর্ঘ ক্যারিয়ারে পাঁচটি গ্র্যান্ডস্লাম জিতেছেন শারাপোভা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করেছিলেন তিনি। অসাধারণ সব অর্জনের পথে কলঙ্কজনক অধ্যায়ের গল্পও রয়েছে রাশিয়ার এই টেনিস তারকার জীবনে। ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে যে টেনিস থেকে নিষিদ্ধও হন তিনি। তবে নির্বাসন থেকে কোর্টে ফেরার পর থেকেই সংগ্রাম করছেন মাশা। চোট আর ফর্মহীনতার সঙ্গেও লড়াই চলছে রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্লের। শারাপোভা সর্বশেষ অফিসিয়াল ম্যাচ খেলতে কোর্টে নেমেছিলেন সেন্ট পিটার্সবার্গে। তবে ফ্রেঞ্চ ওপেনের আগে আরও তিনটি টুর্নামেন্টে খেলতে প্রতিজ্ঞাবদ্ধও শারাপোভা। এ কারণেই রাশিয়ান তারকার ওপর যেন কিছুটা বিরক্ত দেশটির টেনিস ফেডারেশনের প্রধান। তিনি মনে করেন অতিরিক্ত টুর্নামেন্ট খেলার চাপ কমানো উচিত শারাপোভার। তবে টার্পিচেভ মনে করেন ২০২০ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ক্রীড়ার মহাযজ্ঞ অলিম্পিকে খেলবেন শারাপোভা। শারাপোভা-সেরেনা-আজারেঙ্কারা যখন নিষ্প্রভ তখন বিশ্ব টেনিসের প্রাদপ্রদীপের আলোয় নাওমি ওসাকা। গত মৌসুমটা শেষ করেছিলেন ইউএস ওপেনের শিরোপা উঁচিয়ে ধরে। তাও আবার আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে। নতুন মৌসুমের শুরুতেও বাজিমাত করেন তিনি বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে। সেই সঙ্গে ব্যাক টু ব্যাক মেজর শিরোপা জয়েরও অবিস্মরণীয় কীর্তি গড়েন নাওমি ওসাকা।
×