ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আর্জেন্টিনার হয়ে না পারলেও বার্সার জার্সিতে উজ্জ্বল মেসি

প্রকাশিত: ১০:৫১, ১ এপ্রিল ২০১৯

 আর্জেন্টিনার হয়ে না পারলেও বার্সার জার্সিতে উজ্জ্বল মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ নিজ দেশ আর্জেন্টিনার জার্সিতে ধারাবাহিক ব্যর্থ হলেও ক্লাব দল বার্সিলোনার হয়ে ঠিকই মাঠ মাতিয়ে চলেছেন লিওনেল মেসি। অনেক নাটকীয়তার পর দিন কয়েক আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনিজুয়েলার কাছে ১-৩ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ওই ম্যাচে অনুজ্জ্বল ছিলেন দেশটির অধিনায়ক মেসি। কিন্তু দেশের জার্সি খুলে ক্লাবের জার্সি গায়ে চড়ানোর পর আবারও সেই ‘অপ্রতিরোধ্য মেসি’র দেখা মিলেছে। শনিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে বার্সিলোনাকে পয়েন্ট খোয়ানোর হাত থেকে রক্ষা করেন ক্ষুদে এই জাদুকর। ন্যুক্যাম্পে ড্র’র পথে থাকা ম্যাচের শেষ দিকে মেসি দুর্দান্ত দু’টি গোল করে এস্পানিওলের বিরুদ্ধে ২-০ গোলের জয় উপহার দিয়েছেন বার্সিলোনাকে। চোখ ধাঁধানো পারফর্মেন্সের পর মেসিকে নিয়ে প্রশংসার স্রোত বইলেও উল্টো চিত্রও আছে। তার দেশ আর্জেন্টিনায় তো তাকে ধুয়ে দেয়া হচ্ছে। অনেকেই সমালোচনা করছেন, মেসির এমন দ্বৈত পারফর্মেন্সের! পরশু রাতের অন্যান্য ম্যাচে এ্যাটলেটিকো মাদ্রিদ ৪-০ গোলে আলাভেসকে, লেগানেস ২-০ গোলে গেটাফেকে ও সেল্টা ভিগো ৩-২ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। বর্তমানে ২৯ ম্যাচে ২১ জয় ও ছয় ড্রয়ে শীর্ষে থাকা বার্সিলোনার পয়েন্ট ৬৯। ১০ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে এ্যাটলেটিকো মাদ্রিদ। গত রাতের আগে ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে ভালমতোই স্বাগতিক বার্সাকে আটকে রাখে অতিথি এস্পানিওল। এ অর্ধে বার্সিলোনার একটি পেনাল্টির আবেদন রেফারি ও ভিএআর নাকচ করে দেয়। বিরতির পর এবারের মৌসুমে ধারাবাহিক ভাল খেলা মেসি দলকে খুব বেশিক্ষণ অপেক্ষায় রাখেননি। সেট পিস থেকে ট্রেডমার্ক ফ্রিকিকে ৭১ মিনিটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন সুপারস্টার। ৮৯ মিনিটে ম্যালকমের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন মেসি। বার্সিলোনার হয়ে শেষ চারটি ম্যাচে আট গোল করেছেন মেসি। লা লিগায় এবারের আসরে তার সর্বমোট গোল ৩১টি। সতীর্থ লুইস সুয়ারেজের থেকে যা ১৩টি বেশি। মঙ্গলবার লীগের পরবর্তী ম্যাচে ভিয়ারিয়াল সফরে যাবে বার্সা। এই ম্যাচে জিততে পারলে টানা ষষ্ঠ জয়ের পাশাপাশি লীগে ১৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও বজায় থাকবে। ম্যাচ শেষে বার্সিলোনা কোচ আর্নেস্টো ভালভার্ডে বলেন, এমন একটি ফ্রিকিক মেসি মারতে পারে এ ব্যাপারে আমার কোন ধারণা ছিল না। আমাদের পরিকল্পনা ছিল ঠিকই কিন্তু ফ্রিকিক মারাটা সবসময়ই তার ওপর নির্ভর করে। এক্ষেত্রে আমার কোন মতামতের প্রয়োজন নেই। দেশের হয়ে সাফল্য না পাওয়া নিয়ে মেসিকে সমালোচনা শুনতে হচ্ছে। এ প্রসঙ্গে বার্সা বস বলেন, যে কোন দলেই মেসি খেলুক না কেন সেটা তারজন্য কোন বিষয় নয়। অস্ট্রেলিয়ায় খেললেও সে একই খেলোয়াড় থাকবে। তাকে পেয়ে আমরা সত্যিই সৌভাগ্যবান। একজন কোচ হিসেবেও এটা আমার সৌভাগ্য। এই ম্যাচের মধ্য দিয়ে মেসি বার্সিলোনার হয়ে ৬৭৫ বার মাঠে নামেন। এর ফলে বার্সিলোনার হয়ে সর্বকালের সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় আন্দ্রেস ইনিয়েস্তাকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। মেসির থেকে ১০২টি ম্যাচ বেশি খেলে তালিকায় শীর্ষে আছেন ক্লাবের সাবেক তারকা মিডফিল্ডার জার্ভি হার্নান্দেজ। এদিকে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থাকা আলাভেসের বিপক্ষে এ্যাটলেটিকোর হয়ে গোল পেয়েছেন দিয়াগো কোস্টা। গত নবেম্বরের পর ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকারের এটি প্রথম গোল। চলতি মৌসুমে ফর্ম ও ফিটনেস নিয়ে বেশ সমস্যায় আছেন তিনি। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১১ মিনিটে কোস্টার গোলে ব্যবধান দ্বিগুণ করে এ্যাটলেটিকো। এর আগে ম্যাচের ষষ্ঠ মিনিটে সিউল নিগুয়েজের গোলে এগিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধে কোস্টার স্থানে খেলতে নামেন থমাস লিমার। এই ফ্রেঞ্চম্যানের সহায়তায় ৫৯ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন আলভারো মোরাটা। জানুয়ারিতে চেলসি থেকে ধারে যোগ দেয়ার পর এই নিয়ে চতুর্থ গোল করেছেন রিয়াল মাদ্রিদে খেলা সাবেক এই স্ট্রাইকার। ম্যাচের ৮৪ মিনিটে থমাস পার্টে ২০ গজ দূর থেকে চোখ ধাঁধানো গোল করলে বড় জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে দিয়াগো সিমিওনের দল।
×