ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জাতীয় জলক্রীড়ায় নৌবাহিনীর শ্রেষ্ঠত্ব

প্রকাশিত: ১২:০৩, ১৪ মার্চ ২০১৯

 জাতীয় জলক্রীড়ায়   নৌবাহিনীর শ্রেষ্ঠত্ব

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ‘ম্যাক্স গ্রুপ ২৯তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শেষ হয়েছে। বুধবার প্রতিযোগিতার চতুর্থ এবং শেষদিনে ৬টিসহ মোট ২৩টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। বাংলাদেশ নৌবাহিনী ৩২ স্বর্ণ, ২০ রৌপ্য, ১৫ তাম্রপদক পেয়ে চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ সেনাবাহিনী ১০ স্বর্ণ, ১৯ রৌপ্য ও ১৭ তাম্রপদক পেয়ে রানার্সআপ হয়। ২ রৌপ্য ও ১ তাম্রপদক পেয়ে তৃতীয় হয় বিকেএসপি। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, পিসিজিএম, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া ওয়াটারপোলো প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়। মহিলা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর জুনাইনা আহমেদ ৯টি স্বর্ণ (জাতীয় রেকর্ড ৮টি) ও ১টি রৌপ্যপদক অর্জন করে সেরা সাঁতারু এবং পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ ৫টি স্বর্ণ (জাতীয় রেকর্ড ৫টি) ও ৩টি রৌপ্যপদক অর্জন করে সেরা সাঁতারুর পুরস্কার লাভ করেন। সাঁতারে দলগত চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ও ওয়াটারপোলোয় চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীকে ট্রফি প্রদান করা হয়। এছাড়াও সেরা সাঁতারুকে ক্রেস্ট ও আর্থিক পুরস্কার দেয়া হয়। সমাপনী দিনে মহিলাদের ৮০০ মিটার ফ্রি স্টাইলে ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ও ১০০ মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর জুনাইনা আহমেদ, পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ও পুরুষদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নৌবাহিনীর আরিফুল ইসলাম, পুরুষদের ৪ গুণিতক ১০০ মিটার মিডলেতে নৌবাহিনীর মামুনুর রশিদ/আরিফুল ইসলাম/মাহাদুন্নবী নাহিদ/মাহফিজুর রহমান নতুন জাতীয় রেকর্ড গড়েন।
×