ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টি২০ সিরিজও খোয়াল পাকিস্তান

প্রকাশিত: ১১:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০১৯

টি২০ সিরিজও খোয়াল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ তীরে এসে তরী ডোবানোর ঘটনা পাকিস্তানের জন্য নতুন নয়। দক্ষিণ আফ্রিকা সফরে টানা দুই ম্যাচে নাটকীয় হারে টি২০ সিরিজ খোয়াল শোয়েব মালিকের দল। কেপটাউনে ৬ রানের পর জোহানেসবার্গে মাত্র ৭ রানে হেরে গেছে আনপ্রেডিক্টেবল দলটি। ডেভিড মিলারের ঝড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৮৮ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে দুর্দান্ত ?শুরুর পরও ৭ উইকেটে ১৮১ রানে থামে পাকিস্তানের দৌড়। বুধবার সেঞ্চুরিয়ানে আনুষ্ঠানিকতার তৃতীয় ও শেষ টি২০। উল্লেখ্য, সফরে ৩-০ তে টেস্ট আর ৩-২এ ওয়ানডে সিরিজ খোয়ায় পাকিস্তান। দ্বিতীয় টি২০তে ১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৫ রান। আন্দিলে ফিকোয়াওয়ের প্রথম বলেই চার মেরে চাপ কমান শোয়েব মালিক। শেষ ৫ বলে তখন দরকার ১১ রান। হাতে ছিল ৫ উইকেট। জয় তুলে নিতে তখনও কঠিন কিছু ছিল না সফরকারীদের সামনে। মালিকের চারের পর পরের দুই বলে এলো দুই রান। কিন্তু পরের দুই বলেই এলোমেলো পাকিস্তান। প্রথমে ক্যাচ দিয়ে ফেরেন মালিক, পরের বলে বোল্ড হাসান আলী। শেষ বলে মাত্র ১ রান নিয়ে জয় থেকে ৮ রান দূরে থামে সফরকারীরা। অথচ প্রতিপক্ষের মাঠে শুরুটা কি দুর্দান্তই না ছিল পাকিস্তানের। দলীয় ৪৫ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেট জুটিতেই জয়ের ভিত গড়ে ফেলেছিল। এ সময় হুসাইন তালাদের সঙ্গে ১০২ রানের অসাধারণ এক জুটি গড়েন বাবর আজম। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৯০ রান আসে আজমের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন তালাত। আর সেই ম্যাচেই কিনা হার নিয়ে ফেরে আনপ্রেডিক্টেবল দলটি।
×