ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা ও শেখ রাসেলের আয়েশি জয়

প্রকাশিত: ১১:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০১৯

মুক্তিযোদ্ধা ও শেখ রাসেলের আয়েশি জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হয় দুটি ভেন্যুতে, নোয়াখালী এবং সিলেটে। নোয়াখালীতে জিতেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, আর সিলেটে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। নিজেদের চতুর্থ খেলায় দ্বিতীয় জয় কুড়িয়ে নিয়েছে দুবারের লীগ চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা সংসদ। সোমবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় তারা ২-০ গোলে হারিয়েছে নবাগত-স্বাগতিক নোফেল স্পোর্টিং ক্লাবকে। চার ম্যাচে দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট মুক্তিযোদ্ধার। পক্ষান্তরে নোফেলের এটি তিন ম্যাচে তৃতীয় হার। ফলে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ রানার্সআপ হয়ে প্রিমিয়ারে ওঠা দলটি এখনও পয়েন্টশূন্য। আছে ১৩ দলের মধ্যে তলানীতে। মুক্তিযোদ্ধার আইভরি কোস্টের ফরোয়ার্ড বাল্লো ফামৌসা ম্যাচের ৪ ও ৬০ মিনিটে গোল দুটি করেন। লীগে এটা বাল্লোর ব্যক্তিগত পঞ্চম গোল, যা সবার চেয়ে বেশি। এদিকে সিলেটে একসময়ের ঐতিহ্যবাহী অথচ বর্তমানে ক্ষয়িষ্ণু-দুর্বল দল (মোট ১৯ বারের লীগ চ্যাম্পিয়ন) মোহামেডানকে ৩-০ গোলে হারায় একবারের লীগ চাম্পিয়ন শেখ রাসেল। বিজয়ী দলের নাইজিরিয়ান ডিফেন্ডার উদুকা এ্যালিসন ৭ মিনিটে এবং একই দেশের ফরোয়ার্ড রাফায়েল ওদোয়িন ৪২ মিনিটে এবং উজবেক ফরোয়ার্ড আলিশের আযিযব গোলগুলো করেন। তৃতীয় খেলায় এটা রাসেলের তৃতীয় জয়। ৯ পয়েন্ট তাদের। আর ৪ খেলায় তৃতীয় হারে ৩ পয়েন্ট মোহামেডানের।
×