ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রংপুর-চিটাগংয়ের লড়াই দিয়ে বিপিএল শুরু

প্রকাশিত: ০৫:৩৭, ৫ জানুয়ারি ২০১৯

রংপুর-চিটাগংয়ের লড়াই দিয়ে বিপিএল শুরু

মিথুন আশরাফ ॥ ক্রিকেটই মাশরাফি বিন মর্তুজার ধ্যানজ্ঞান। আর তাই মাত্র পাঁচদিন আগে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েও দ্রুতই ক্রিকেটের মাঠে ফিরছেন। আজই বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) ষষ্ঠ আসরের প্রথমদিনেই প্রথম ম্যাচটি খেলবেন মাশরাফি। তার হাত ধরেই গত আসরে চ্যাম্পিয়ন হওয়া রংপুর রাইডার্স আজ বিপিএলের শুরুর দিনেই খেলবে। এই দলের অধিনায়ক হয়েই মাঠে নামবেন মাশরাফি। প্রতিপক্ষ দলটি হচ্ছে মুশফিকুর রহীমের দল চিটাগং ভাইকিংস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় চিটাগংয়ের বিপক্ষে রংপুরের এ ম্যাচটি দিয়েই আজ বিপিএলও শুরু হচ্ছে। একইদিন বিকেল ৫টা ২০ মিনিটে দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ও মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংসও লড়াই করবে। বিপিএলের ষষ্ঠ আসর সূচী অনুযায়ী হওয়ার কথা ছিল গত বছর অক্টোবর-নবেম্বরেই। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তা পিছিয়ে যায়। আজ তাই শুরু হচ্ছে। শেষ হবে ৮ ফেব্রুয়ারি। এবারও লীগের খেলাগুলো তিনটি ভেন্যুতে হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরুতে হবে। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। আবার মিরপুর হয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে খেলা। সবশেষে আবার মিরপুরে লীগপর্বের কয়েকটি ম্যাচ শেষে ‘প্লে-অফ’ ও ফাইনাল হবে মিরপুরে। পাঁচপর্বে এবার বিপিএলের খেলা হবে। মিরপুরে তিনপর্ব, সিলেট ও চট্টগ্রামে একটি করে পর্বের খেলা হবে। প্রথম ও তৃতীয়পর্বে মিরপুরে লীগপর্বের মোট ২০টি (১৪ ও ৬টি) ম্যাচ হবে। পঞ্চম ও শেষপর্বে মিরপুরে লীগপর্বের চারটি, ‘প্লে-অফ’ তিনটি ও ফাইনালসহ মোট ৮টি ম্যাচ হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট ২৮টি ম্যাচ হবে। দ্বিতীয়পর্বে সিলেটে লীগপর্বের ৮টি ও চতুর্থপর্বে চট্টগ্রামে লীগপর্বের ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ৪৬টি ম্যাচ হবে। মিরপুরে আজ প্রথমপর্ব শুরু হয়ে ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর সিলেটে ১৫ জানুয়ারি দ্বিতীয়পর্ব শুরু হয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে। আবার মিরপুরে তৃতীয়পর্বের খেলা শুরু হবে ২১ জানুয়ারি, শেষ হবে ২৩ জানুয়ারি। চতুর্থপর্বে চট্টগ্রামে খেলা শুরু হবে ২৫ জানুয়ারি, শেষ হবে ৩০ জানুয়ারি। পঞ্চম ও শেষপর্বের শুরুটা ১ ফেব্রুয়ারি হবে। ফাইনাল দিয়ে শেষ হবে ৮ ফেব্রুয়ারি। এইদিন বিপিএলের পর্দা নামবে। সাত দল এবার বিপিএলে অংশ নিচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস অংশ নিচ্ছে। লীগপর্বে প্রতিটি দলেরই ১২টি করে ম্যাচ হবে। একেক দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকায় সেরা চারদল ‘প্লে-অফ’ খেলার সুযোগ পাবে। ‘প্লে-অফে’ দুটি কোয়ালিফায়ার ও একটি এলিমিনেটর ম্যাচ হবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা প্রথম দুই দল খেলবে কোয়ালিফায়ার ম্যাচ। পয়েন্ট তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল খেলবে এলিমিনেটর ম্যাচ। শুরুতে এলিমিটের ম্যাচ হবে ৪ ফেব্রুয়ারি। যে দল হারবে বিদায় হবে। যে দল জিতবে ফাইনালে ওঠার আশায় টিকে থাকবে। একইদিন প্রথম কোয়ালিফায়ার ম্যাচও হবে। যে দল জিতবে ফাইনালে উঠবে। যে দল হারবে এলিমিনেটরে জেতা দলের বিপক্ষে ফাইনালে ওঠার ম্যাচে খেলবে। এই ম্যাচটিকে দ্বিতীয় কোয়ালিফায়ার ধরা হয়েছে। ম্যাচটি ৬ ফেব্রুয়ারি হবে। একদিন বিরতি দিয়ে ৮ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ার ও দ্বিতীয় কোয়ালিফায়ার জেতা দলের মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে। এর আগে পাঁচবার বিপিএল হয়েছে। ২০১২ সালে প্রথমবার বিপিএল হয়। এরপর ২০১৩ সালে দ্বিতীয় বিপিএল হওয়ার পর প্রায় দুই বছর লীগ বন্ধ থাকে। দ্বিতীয় বিপিএলে ম্যাচ গড়াপেটা হয়। সেই ম্যাচ গড়াপেটার শাস্তি ঘোষণা, বিপিএলকে কলুষিতমুক্ত করা এবং শৃঙ্খলভাবে বিপিএল পরিচালনার জন্যই এই বিরতি হয়। শেষ পর্যন্ত আবার ২০১৫ সালে বিপিএল শুরু হয়। তৃতীয় আসর হওয়ার পর প্রতি বছরই বিপিএল হয়েছে। ২০১৬ ও ২০১৭ সালে চতুর্থ ও পঞ্চম বিপিএল অনুষ্ঠিত হয়েছে। গত বছরও হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের কারণে এই বছর শুরুতেই হচ্ছে। এবার ষষ্ঠ আসর হবে। গত পাঁচ আসরের মধ্যে ঢাকা সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে। প্রথম দুইবার ঢাকা গ্ল্যাডিয়েটর্স নামে শিরোপা জিতেছে ঢাকা। ফ্র্যাঞ্চাইজিটি দ্বিতীয় আসরে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকায় তৃতীয় আসর থেকে বাদ পড়েছে। ঢাকার ফ্র্যাঞ্চাইজি হয় বেক্সিমকো গ্রুপ। তারা ঢাকার সঙ্গে ডায়নামাইটস নামটি ব্যবহার করে। ২০১৬ সালে চতুর্থ বিপিএলেও ঢাকা চ্যাম্পিয়ন হয়। তৃতীয় আসরে চমক দেখায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পঞ্চম আসরে শিরোপা জিতে নবাগত ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স। কুমিল্লা ও রংপুর একবার করে চ্যাম্পিয়ন হয়। তবে এই পাঁচ আসরের মধ্যে চারবারই শিরোপা উঁচু করে ধরেন মাশরাফি। প্রথম দুইবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের, তৃতীয় আসরে কুমিল্লার এবং পঞ্চম আসরে রংপুরের অধিনায়ক ছিলেন মাশরাফি। টানা তিনবার মাশরাফি শিরোপা জেতেন। তার নেতৃত্বেই দল শিরোপা জিতে। পাঁচবারের মধ্যে চারবারই শিরোপা জেতেন মাশরাফি। একবার জিতেন ঢাকা ডায়নামাইটসের হয়ে সাকিব আল হাসান। এ মুহূর্তে বাংলাদেশ দলের টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব। ওয়ানডে অধিনায়ক মাশরাফি। দুই অধিনায়কের দখলেই বিপিএলের সব শিরোপা। এবার মাশরাফি এমপি হয়ে ক্রিকেট খেলতে নামছেন। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার এইরকমটি হচ্ছে। একজন অধিনায়ক তিনি আবার সংসদ সদস্যও। ক্রিকেট যে তার ধ্যানজ্ঞান তাই প্রমাণ করছেন মাশরাফি। চিটাগংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তার দল রংপুর এবার শিরোপা ধরে রাখার মিশনে নামছে। সেই সঙ্গে বিপিএলের ষষ্ঠ আসরও শুরু হচ্ছে।
×