ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ব্রিসবেনে হতাশ করলেন কেভিতোভা

প্রকাশিত: ০৭:৩২, ৪ জানুয়ারি ২০১৯

ব্রিসবেনে হতাশ করলেন কেভিতোভা

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়েই ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের মিশন শুরু করেছিলেন পেত্রা কেভিতোভা। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েন দুইবারের উইম্বলডন জয়ী এই খেলোয়াড়। দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে এ্যানেট কোন্টাভেইট এদিন ৭-৫ এবং ৭-৬ (৭/১) গেমে পরাজিত করেন পেত্রা কেভিতোভাকে। চেক তারকাকে হারাতে কোন্টাভেইট এদিন সময় নেন ১ ঘণ্টা ৩৮ মিনিট। ম্যাচ শেষে দারুণ খুশি কোন্টাভেইট। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি এই ম্যাচ আমাকে নিশ্চিত আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, এখন আমার অনুভূতি বিশ্বের শীর্ষ সারির খেলোয়াড়দের সঙ্গেও লড়াই করতে পারব।’ গত বছর টেনিস কোর্টে আলো ছড়িয়েছেন কোন্টাভেইট। প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ক্যারিয়ারসেরা ২০ নম্বরে উঠে এসেছিলেন তিনি। নতুন মৌসুমে নিঃসন্দেহে আরও ভাল করবেন। সেই পথেই হাঁটছেন প্রতিভাবান এই খেলোয়াড়। এ বিষয়ে কোন্টাভেইট বলেন, ‘আমি মনে করি এখন আমার মূল কাজ পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখা এবং যেটা করছি সেটা সঠিকভাবে করে যাওয়া। তবে আগের চেয়ে বর্তমানের পারফর্মেন্সে আমি অনেক বেশি খুশি।’ এদিকে ইনজুরির সঙ্গে নিয়মিতই লড়াই করেন রাফায়েল নাদাল। নতুন মৌসুমের শুরুতেও স্প্যানিশ টেনিস তারকার বড় হুমকি চোট। তবে ভক্ত-অনুরাগীদের চিন্তার কোন কারণ নেই। নাদাল জানালেন, অস্ট্রেলিয়ান ওপেনের আগেই পুরোপুরি ফিট হয়ে কোর্টে ফিরবেন তিনি। আগামী ১৪ থেকে ২৭ জানুয়ারিতে মেলবোর্নে অনুষ্ঠিত হবে নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। সেই টুর্নামেন্টে পুরোপুরি ফিট হয়ে কোর্টে নামার জন্যই বছরের শুরুতে ব্রিসবেন ইন্টারন্যাশনাল থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল। এমআরআই করার পর নাদাল জানতে পেরেছেন তার বাঁ উরুর পেশিতে টান লাগে। তাই বৃহস্পতিবার ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে না খেলার সিদ্ধান্ত নেন নাদাল।
×