ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বর্ষসেরা এ্যাথলেট কিপচোগে ও ক্যাটেরিন

প্রকাশিত: ০৭:২৭, ৭ ডিসেম্বর ২০১৮

বর্ষসেরা এ্যাথলেট কিপচোগে ও ক্যাটেরিন

স্পোর্টস রিপোর্টার ॥ জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট অবসরে যাওয়ার পর ট্র্যাক এ্যান্ড ফিল্ড জগতের প্রতি আকর্ষণ অনেকটাই কমে গেছে ক্রীড়াপ্রেমীদের। এখন তাই এ জগতের এ্যাথলেটদের লড়াই সর্বকালের সবচেয়ে গতিধর বোল্টের ফেলে যাওয়া ট্র্যাকে দারুণ কিছু করে আবার সবার আগ্রহ বাড়িয়ে তোলার। তবে এখন পর্যন্ত তেমন কোন স্প্রিন্টার নিজেকে মেলে ধরতে পারেননি। অবশ্য, দূরপাল্লার দৌড় থেকে আরেক কিংবদন্তি মোহাম্মদ ফারাহ বিদায় নিলেও এখন পর্যন্ত সেরাদের ভিড় লেগেই আছে। আর সে কারণেই এবার বর্ষসেরা এ্যাথলেট হয়েছেন কেনিয়ার দূরপাল্লার দৌড়বিদ ইলিয়াড কিপচোগে। আর মহিলাদের মধ্যে সেরা হয়েছেন কলম্বিয়ার ট্রিপল জাম্পার ক্যাটেরিন ইবারগুয়েন। মোনাকোয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দু’জনের হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দিয়েছে বিশ্ব এ্যাথলেটিক্সের সর্বোচ্চ সংস্থা আইএএএফ। ব্রিটিশ দূরপাল্লার দৌড়বিদ মোঃ ফারাহ এই মুহূর্তে রোড রানার হিসেবে তার ক্যারিয়ারে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মূলত ম্যারাথনে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই তিনি চেষ্টা করছেন। ইতোমধ্যে জিতেছেনও ম্যারাথন। তবে এই পথের সেরা ৩৪ বছর বয়সী কিপচোগে। এবারও তিনি লন্ডন ম্যারাথন জিতেছেন এবং বার্লিনে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ২ ঘণ্টা ১ মিনিট ৩৯ সেকেন্ড টাইমিংয়ে। জার্মানিতে তার এই রেকর্ডটি পেছনে ফেলেছে স্বদেশী ডেনিস কিমেট্টোর পুরনো টাইমিং। কিমেট্টো ২০১৪ সালে বার্লিনেই বিশ্বরেকর্ড গড়েছিলেন ২ ঘণ্টা ২ মিনিট ৫৭ সেকেন্ড সময় নিয়ে। আর সে কারণেই এবার বর্ষসেরা পুরস্কারটি হাতে উঠল কিপচোগের।
×