ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফুটবলারদের পারিশ্রমিকে বিশ্বরেকর্ড বার্সার

প্রকাশিত: ০৪:২৪, ২৮ নভেম্বর ২০১৮

ফুটবলারদের পারিশ্রমিকে বিশ্বরেকর্ড বার্সার

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের প্রথম ক্লাব হিসেবে খেলোয়াড়দের গড়ে ১০ মিলিয়ন পাউন্ডের বেশি পারিশ্রমিক দেয়ার বিশ্বরেকর্ড গড়েছে স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনা। দুই লাখ পাউন্ডের বেশি ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট ক্লাব নিয়ে এই পরিসংখ্যান করা হয়েছে। এতে পরের ৬টি অবস্থান বাস্কেটবল ক্লাবের। স্পোর্টিং ইন্টিলিজেন্স ওয়েবসাইটে প্রকাশিত ২০১৮ সালের গ্লোবাল স্পোর্টস পারিশ্রমিক জরিপে এ চিত্র ফুটে উঠেছে। ১৩ দেশের আটটি ভিন্ন খেলা থেকে ১৮ লীগের ৩৪৯টি দল নিয়ে জরিপ হয়। পারিশ্রমিক দেয়ার ক্ষেত্রে শীর্ষ স্পোর্টস লীগ এনবিএ (ন্যাশনাল বাস্কেটবল এ্যাসোসিয়েশন)। এর বার্ষিক পারিশ্রমিক ধরা হয়েছে ৫.৯ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় ৬৩ কোটি ৬২ লাখের বেশি। এরপরই আছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। তৃতীয় স্থানে বেসবল লীগ ‘এমএলবি’। ফুটবল লীগের মধ্যে সবচেয়ে দামী ইংলিশ প্রিমিয়ার লীগ। সবমিলিয়ে অবস্থান চতুর্থ। খেলোয়াড়দের পেছনে পারিশ্রমিক বাবদ ১০.৪৫ মিলিয়ন পাউন্ড খরচ করে বার্সা। বাংলাদেশী মুদ্রায় ১১২ কোটি ৬১ লাখের বেশি। চলতি মৌসুমে মূল একাদশের খেলোয়াড়দের বোনাস ছাড়াই সপ্তাহে ২ লাখ পাউন্ড দিচ্ছে বার্সা। বাংলাদেশী মুদ্রায় ২ কোটি ১৫ লাখের বেশি। যা গত মৌসুমের চেয়ে ৩৩% বৃদ্ধি পেয়েছে। লিওনেল মেসির চুক্তি নবায়নের পাশাপাশি জেরার্ড পিকে, সার্জিও বসকুয়েটস, লুইস সুয়ারেজ, ফিলিপ কুটিনহোর মতো তারকাদের পারিশ্রমিক এর অন্যতম কারণ। কুটিনহো ছাড়াও আর্থার মেলো, ম্যালকম ও আর্তুরো ভিদালের সাইনিং বেতনের বাজেট বৃদ্ধিতে প্রভাব রাখে। আর পিকে-বসকুয়েটসদের পাশাপাশি নতুন চুক্তি হয় সার্জি রবার্তো ও স্যামুয়েল উমতিতির সঙ্গে। রিয়ালের খেলোয়াড়রা বছরে গড়ে ৮.১ মিলিয়ন পাউন্ড করে পারিশ্রমিক পান। প্রিমিয়ার লীগ প্রতিনিধিত্ব করছে শীর্ষ দশে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আগমনে ৩২ ধাপ টপকে ৯ নম্বরে উঠে এসেছে জুভেন্টাস। প্রিমিয়ার লীগের ক্লাবগুলোর প্রথম টিমের খেলোয়াড়রা বছরে গড়ে ২.৯৯ মিলিয়ন পাউন্ড করে আয় করেন। বাংলাদেশী মুদ্রায় ৩২ কোটির বেশি। ফুটবল লীগগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে লা লিগা (২.২ মিলিয়ন পাউন্ড) ও তৃতীয় অবস্থানে ইতালিয়ান সিরি’এ (১.৫ মিলিয়ন পাউন্ড)।
×