ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আরও বেশি চান এমেরি

প্রকাশিত: ০৪:৪১, ২৭ নভেম্বর ২০১৮

আরও বেশি চান এমেরি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে বোর্নমাউথের বিপক্ষেও জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। রবিবার উনাই এমেরির শিষ্যরা ২-১ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। সেইসঙ্গে টানা ১৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে গানাররা। তবে শিষ্যদের কাছ থেকে আরও বেশি চান দলটির অভিজ্ঞ কোচ উনাই এমেরি। এ প্রসঙ্গে ম্যাচের শেষে সাবেক প্যারিস সেইন্ট জার্মেইর এই কোচ নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘সর্বশেষ ১৭ ম্যাচে আমরা কোন হার দেখিনি। কিন্তু এই সময়ে আমরা কিছু কিছু ম্যাচে ড্র করেছি। যে কারণে এমন পারফর্মেন্স আমাদের জন্য যথেষ্ট নয়।’ বোর্নমাউথের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফেরায় মৌসুমের প্রথম ১৩ ম্যাচ থেকে ২৭ পয়েন্টের সৌজন্যে লীগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে গানাররা। শীর্ষে যথারীতি ম্যানচেস্টার সিটি। ২০১৮-১৯ মৌসুমে ১৩ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সবার উপরে অবস্থান করছে তারা। ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এবারও দুর্দান্ত গতিতে ছুটছে সিটিজেনরা। এর পেছনে বড় ভূমিকা রাখছেন ক্লাবটির বর্তমান কোচ পেপ গার্ডিওলা। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে দল বদলে দেদার খরচও করছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগের এই ক্লাবটিই নাকি আসন্ন শীতকালীন দল বদলে কোন অর্থ ঢালবে না! নতুন করে কোন খেলোয়াড় না কেনার ঘোষণা দিয়েছেন ক্লাবটির কোচ। এমন নয় যে, একদম পরিপূর্ণ স্কোয়াড হাতে পাচ্ছেন সাবেক বার্সেলোনার এই সফল কোচ। তারপরও কোন খেলোয়াড় কেনার পেছনে অর্থ ব্যয় না করার কথা জানিয়েছেন গার্ডিওলা। তিনি বলেন, ‘না, না। আমরা এবার কোন অর্থ খরচ করব না। আমি আমার দল নিয়ে বেশ খুশি। যারা ধারে খেলতে গিয়েছিল তারাও ফিরছে। সুতরাং কোন প্রয়োজন দেখছি না।’ খেলোয়াড় না কেনার পেছনে আরেকটা যুক্তি আছে গার্ডিওলার। যেসব খেলোয়াড় নিয়মিত মাঠে নামার সুযোগ পাচ্ছেন না, তারা যেন দলটিতে নিজেদের অতিরিক্ত মনে না করেন, সেই বার্তা ছড়িয়ে দিতেও নতুন খেলোয়াড় না কেনার সিদ্ধান্ত নিয়েছেন সিটিজেনদের এই অভিজ্ঞ কোচ। অস্ট্রেলিয়ার অনুশীলনে স্মিথ-ওয়ার্নার স্পোর্টস রিপোর্টার ॥ বল টেম্পারিংয়ের দায়ে জাতীয় দলে নিষিদ্ধ থাকলেও দেশের মাটিতে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়া দলে নেটে উপস্থিত থাকবেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। স্বাগতিক খেলোয়াড়দের টিপস দিতেই প্রস্তুতিতে থাকবেন তারা। রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া শেষ টি২০ ম্যাচ খেলতে নামার আগেও ইনডোরে টেস্ট দলের সদস্যদের অনুশীলনে হাজির ছিলেন ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, আজ থেকেই টেস্ট দলের অনুশীলনে যোগ দেবেন স্মিথ। নিষিদ্ধ হয়েও টেস্ট দলের নেটে স্মিথ-ওয়ার্নারদের উপস্থিতির কথা চিন্তা করে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। দলের বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক বলেন, ‘ব্যাটসম্যানের দৃষ্টিভঙ্গি থেকে তারা আমাদের উপদেশ দেবন। কোন জায়গায় ঠিক বা ভুল হচ্ছে।
×