ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ডব্লিউটিএ এলিট ট্রফিতে সবার আগে সেমিফাইনালে জুলিয়া জর্জেস

গার্সিয়াকে হারিয়ে আশা বাঁচালেন বার্টি

প্রকাশিত: ০৬:৩০, ২ নভেম্বর ২০১৮

গার্সিয়াকে হারিয়ে আশা বাঁচালেন বার্টি

স্পোর্টস রিপোর্টার ॥ ডব্লিউটিএ এলিট ট্রফিতে নিজের প্রথম ম্যাচেই হেরে গিয়েছিলেন এ্যাশলে বার্টি। তবে বৃহস্পতিবার গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার এই টেনিস তারকা এদিন ৬-৩ এবং ৬-৪ গেমে পরাজিত করেন ফ্রান্সের এক নম্বর খেলোয়াড় ক্যারোলিন গার্সিয়াকে। এই জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছেন ২২ বছরের তরুণী এ্যাশলে বার্টি। এলিট ট্রফিতে নিজের প্রথম ম্যাচে এরিনা সাবালেঙ্কার মুখোমুখি হয়েছিলেন বার্টি। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা বেলারুশ তারকার বিপক্ষে পেরে ওঠেননি তিনি। যে কারণে হার দিয়েই এই টুর্নামেন্টের মিশন শুরু করেন বার্টি। গ্রুপপর্বের প্রথম ম্যাচে সাবালেঙ্কার কাছে ৬-৪ এবং ৬-৪ গেমে হেরেছিলেন এ্যাশলে বার্টি। তবে হাল ছাড়েননি তিনি। নিজের দ্বিতীয় ম্যাচেই দোর্দা- প্রতাপে ফিরলেন অস্ট্রেলিয়ান টেনিসের এই প্রতিভাবান খেলোয়াড়। মাত্র ১ ঘণ্টা ১৬ মিনিট লড়াই করেই ফ্রান্সের এক নম্বর খেলোয়াড় ক্যারোলিন গার্সিয়াকে পরাজিত করেন তিনি। এর ফলে শেষ চারের টিকেট নিশ্চিত করার জন্য বার্টিকে এখন ক্যারোলিন গার্সিয়া এবং সাবালেঙ্কার পরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে রোজ গ্রুপ থেকে সবার আগে ডব্লিউটিএ এলিট ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছেন জুলিয়া জর্জেস। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানির এই টেনিস তারকা ৬-২ এবং ৭-৬ (৭-৫) গেমে পরাজিত করেন এলিস মার্টেন্সকে। আর তাতেই সেমিফাইনালের টিকেট নিশ্চিত হয়ে যায় তার টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জুলিয়া জর্জেস। যে কারণে স্বাভাবিকভাবেই ফেবারিটের তকমাটা গায়ে মাখানো তার। শুরুটাও করেন ঠিক সেভাবে। বুধবার নিজের প্রথম ম্যাচে পরাজিত করেন বেলজিয়ামের এক নম্বর খেলোয়াড় এ্যানেট কোন্টাভেইটকে। বৃহস্পতিবার রাউন্ড রবিন গ্রুপের চূড়ান্ত ম্যাচেও প্রতিপক্ষের বিপক্ষে দাপট দেখিয়েছেন তিনি। মহিলা এককে মৌসুমের শেষ মেজর টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হয় ডব্লিউটিএ এলিট ট্রফিকে। বিশ্বের ১২জন খেলোয়াড় নিয়ে আয়োজন করা হয় এই টুর্নামেন্টের। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নবম থেকে ২০ নম্বরে থাকা প্রমীলা খেলোয়াড়রাই অংশ নিতে পারেন এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ২.৩৫ মিলিয়ন ডলার। গত সপ্তাহেই শেষ হয়েছে ডব্লিউটিএ ট্যুর ফাইনালস। সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয় বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক থেকে শীর্ষ আটে থাকা খেলোয়াড়দের নিয়ে। যেখানে এবার দাপট দেখা গেছে এলিনা সিতলিনার। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন তিনি। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেই ডব্লিউটিএ ট্যুর ফাইনালসের শিরোপা উঁচিয়ে ধরেছেন ইউক্রেনের এই খেলোয়াড়। টুর্নামেন্টে কোন ম্যাচ না হেরেই মৌসুমের মেজর এই শিরোপা নিজের শোকেসে তুলেন তিনি। সেই সঙ্গে নতুন এক রেকর্ডও গড়েন সিতলিনা। আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের পর প্রথম খেলোয়াড় হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ডব্লিউটিএ ট্যুর ফাইনালসে। তবে এলিট ট্রফিতে কে জিতবেন? জুলিয়া জর্জেস কী পারবেন শিরোপা নিজের করে রাখতে? নাকি এবার নতুন চ্যাম্পিয়ন পাবে এই টুর্নামেন্ট। টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×