ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

১০০ ট্রফি জয়ের মাইলফলকের সামনে সুইস টেনিসের এই জীবন্ত কিংবদন্তি

ফেদেরারের ৯৯ শিরোপা জয়

প্রকাশিত: ০৬:৫৫, ৩০ অক্টোবর ২০১৮

ফেদেরারের ৯৯ শিরোপা জয়

জিএম মোস্তফা ॥ ক্যারিয়ারের ৯৯তম শিরোপার দেখা পেলেন রজার ফেদেরার। রবিবার বাসেলে সুইস ইনডোরস টুর্নামেন্টের ফাইনালে মারিয়াস কোপিলকে পরাজিত করে অসামান্য এই কীর্তি গড়েন তিনি। শিরোপা জয়ের লড়াইয়ে রজার ফেদেরার ৭-৬ (৭/৫) এবং ৬-৪ গেমে পরাজিত করেন রোমানিয়ার বাছাই মারিয়াস কোপিলকে। বাসেলে এটা ফেদেরারের নবম শিরোপা। আর চলতি মৌসুমের চতুর্থ। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নতুন বছর শুরু করা সুইস টেনিসের এই জীবন্ত কিংবদন্তি রোটারডাম এবং স্টুটগার্ট টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়েছিলেন। রজার ফেদেরারের সামনে এখন শততম শিরোপা জয়ের হাতছানি। লন্ডনে এটিপি ফাইনালসেও খেলবেন তিনি। আর সেই টুর্নামেন্টের শিরোপা নিজের শোকেসে তুলতে পারলেই ১০০তম ট্রফি জয়ের নতুন এক মাইলফলক স্পর্শ করবেন ফেড এক্সপ্রেস। নিজের দেশের এই টুর্নামেন্টটাকে যেন একেবারেই নিজের করে নিয়েছেন ৩৭ বছর বয়সী ফেদেরার। এবার এই টুর্নামেন্টের টানা ১২তম ফাইনাল খেললেন তিনি। জিতলেন টানা ২০তম ম্যাচ। কাজটা কী তাহলে খুব সহজ? ফেদেরারে উত্তর না। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘নয় (নবম) নম্বর শিরোপা! আমার জন্য এটা বিশাল ব্যাপার। এখানে এতবার শিরোপা জেতাটা আমার জন্য সত্যিই একটা পাগলাটে ব্যাপার। রেকর্ডের বিবেচনায় আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ।’ বাসেলের এই টুর্নামেন্ট জিতে ঐতিহ্য ধরে রেখে বল বয়দের নিয়ে পিৎসা খেতে যান রজার ফেদেরার। দুই দশক আগে এই টুর্নামেন্টেরই বল বয় ছিলেন বর্তমান টেনিসের উজ্জ্বল নক্ষত্র। পিৎসা খেতে যাওয়ার আগে রজার ফেদেরার জানালেন, ‘এই সপ্তাহটা আমার জন্য জাদুর মতো। বলতে পারি স্বপ্নের মতো ছুটে চলছি আমি। আমার জন্য এই সপ্তাহটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। শিরোপা জেতাটা সবসময়ই মজার ব্যাপার। এই জয় আপনার আত্মবিশ্বাস বাড়াবে। সত্যি কথা বলতে, এটাই আমি চেয়েছিলাম। লন্ডনে ভাল করার জন্য এখানে পারফর্ম করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যদিওবা আমি আসলে কোন কিছুকে তোয়াক্কা করি না। তবে নিজের দেশের সমর্থকদের সামনে চ্যাম্পিয়ন হয়ে আমি খুব খুশি হয়েছি।’ এদিকে, রজার ফেদেরারের কাছে হেরে গেলেও নিজের পারফর্মেন্সে সন্তুষ্ট মারিয়া কোপিল। এ প্রসঙ্গে ম্যাচের শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এখানে আমি অসম্ভব ভাল টেনিস খেলেছি। বিস্ময়কর একটা সপ্তাহ পার করেছি আমি। এখানে খেলার পর নিজের উপর আত্মবিশ্বাসটা বহুগুণে বেড়েছে আমার। এখানে খেলেই জানতে পারলাম বিশ্বের শীর্ষ সারির খেলোয়াড়দের সঙ্গে লড়াই করারও যোগ্যতা আমার রয়েছে। আজ সবকিছুই তার পক্ষে গেছে। তবে যেভাবে ম্যাচটা শেষ হয়েছে তাতে আমি খুশি।’ বয়সে সাঁইত্রিশকেও ছাড়িয়ে গেছেন রজার ফেদেরার। কিন্তু তারপরও টেনিস কোর্টে অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকার সামনে এখন ১০০তম ট্রফি জয়ের হাতছানি। সেই লক্ষ্য নিয়েই ডব্লিউটিএ ফাইনালস খেলার জন্য লন্ডনে যাবেন ফেদেরার। শুধু তাই নয়, আগামী সপ্তাহে প্যারিসে শুরু হতে যাওয়া মৌসুমের শেষ মাস্টার্স টুর্নামেন্টে খেলারও সুযোগ রয়েছে ২০ গ্র্যান্ডস্লামজয়ী রজার ফেদেরারের। যদিওবা এ বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলেননি সুইস টেনিসের এই জীবন্ত কিংবদন্তি।
×