ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সৌদিকে হারাতে ঘাম ঝরাল ব্রাজিল

প্রকাশিত: ০৬:৪৭, ১৪ অক্টোবর ২০১৮

সৌদিকে হারাতে ঘাম ঝরাল ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার ॥ মাঝে আর মাত্র দুইদিন। এরপরই চরম শত্রু আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। তার আগে দুর্বলতর সৌদি আরবের বিপক্ষে জিততে ঘাম ছুটেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। রিয়াদে অনুষ্ঠিত ম্যাচে শুক্রবার গ্যাব্রিয়েল জেসুসের প্রথমার্ধের শেষদিকে এবং এ্যালেক্স সান্দ্রোর ইনজুরি সময়ে করা গোলে অবশ্য ২-০ ব্যবধানেই জিতেছে নেইমারের দল। উভয় গোলেরই যোগান দিয়েছেন নেইমার। কিন্তু মন ভরাতে পারেনি সেলেসাওরা। মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে তিতে শিষ্যদের প্রস্তুতিটা হয়তো খুব বেশি ভাল হলো না। পরশু লিওনেল মেসিকে ছাড়াই আর্জেন্টিনার বদলে যাওয়া দল ৪-০ গোলে হারিয়েছিল ইরাককে। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে এবার ব্রাজিলিয়ানদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে এদিন লাতিন আমেরিকার আরেকটি দল কলম্বিয়া অপর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৪-২ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। রিয়াদে হয়তো ব্রাজিল নিজেদের ঠিক মানিয়ে নিতে পারেনি। নাহলে নেইমার, ফিলিপ কুটিনহো ও জেসুসকে নিয়ে গড়া শক্ত আক্রমণভাগ সৌদির রক্ষণদুর্গ ভেদ করতে এত ঘাম ঝরালো কী করে? স্বাগতিকরা অবশ্য দারুণ খেলেছে। ম্যাচের ৪২ ভাগ সময়ই নিজেদের পায়ে বল রাখতেও পেরেছে তারা। নেইমার-কুটিনহোর চেয়ে এদিন জেসুসই ছিলেন বেশি দুরন্ত। তার একটি হেড ফিরিয়ে দেন ওয়েস। তবে ৪৩ মিনিটে নেইমারের পাস থেকে পাওয়া বলে লক্ষ্যভেদ করেন এ তরুণ। এর ঠিক আগের দুটি প্রীতি ম্যাচে খেলেননি জেসুস। ফিরেই তিনি গোল করলেন। নেইমার বারবারই অবশ্য গোলের উৎস হিসেবে কাজ করেছেন। কিন্তু বাকিদের ব্যর্থতায় গোল পায়নি ব্রাজিল। লুকাস মাউরাতো নিশ্চিত একটি গোল মিস করেন নেইমারের বানিয়ে দেয়া দারুণ একটি বলে লক্ষ্যভেদ না করতে পেরে। নেইমার নিজেও অবশ্য সুযোগ কাজে লাগাতে পারেননি। পেনাল্টি এরিয়ার সামান্য বাইরে থেকে কিছুটা ফাঁকা পেয়েছিলেন তিনি, তবে তার শট লক্ষ্য ছুঁতে পারেনি। দ্বিতীয়ার্ধেও সৌদির রক্ষণভাগ কঠোর ছিল এবং সেই সঙ্গে গোলরক্ষক ওয়েস দারুণ দক্ষতা প্রদর্শন করেছেন। আর হয়তো গোল হজম করতে হতো না সৌদিদের। কিন্তু ৮৫ মিনিটে গোলরক্ষক ওয়েস পেনাল্টি এরিয়ার বাইরে গিয়ে হাত দিয়ে বল ধরার অপরাধে সরাসরি লালকার্ড দেখেন। ৭২ মিনিটে বদলি হিসেবে নামা রিচার্লিসন একেবারেই একাকী বল নিয়ে ধেয়ে আসছিলেন সৌদি গোলপোস্টের দিকে। সে সময়ই এই কা-টি করেন ওয়েস। এরপর দশজনে পরিণত হওয়া সৌদিদের বেশ চাপে রাখে ব্রাজিল। ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে সেই সুযোগটাই কাজে লাগান সান্দ্রো। নেইমারের কর্নার থেকে ৯৬ মিনিটে তিনি হেড করে গোল করেন (২-০)। এরপরই খেলা শেষ হয়ে যায়। মায়ামিতে কলম্বিয়া মুখোমুখি হয়েছিল স্বাগতিক যুক্তরাষ্ট্রের। জেমস রড্রিগুয়েজের নেতৃত্বে কলম্বিয়ানরা শুরু থেকেই ছিল দুরন্ত। ৩৬ মিনিটের সময় নিজেই গোল করে এগিয়ে নেন তিনি কলম্বিয়াকে (১-০)। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। ৫০ মিনিটে কেলিন একোস্টা গোল করে সমতা ফেরান (১-১)। এর মাত্র ৩ মিনিট পরই ববি উডের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা (২-১)। কিন্তু এরপর গতিময় ফুটবল উপহার দেয় কলম্বিয়ানরা। আর তাতেই খেই হারিয়ে ফেলে যুক্তরাষ্ট্র। ৫৬ মিনিটে কার্লোস বাকা, ৭৪ মিনিটে র‌্যাদামেল ফ্যালকাও এবং ৭৯ মিনিটে মিগুয়েল বোরজার গোলে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। সেখান থেকে আর ফিরে আসতে পারেনি যুক্তরাষ্ট্র।
×