ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অবসরে ফুটবলার জন টেরি

প্রকাশিত: ০৬:৫৮, ৯ অক্টোবর ২০১৮

অবসরে ফুটবলার জন টেরি

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে সব ধরনের ফুটবল থেকে অবসর নিলেন জন টেরি। ৩৭ বছর বয়সী সাবেক চেলসির এই সেন্টারব্যাক নিজের ইন্সটগ্রামে ফুটবলকে বিদায় জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ফুটবল মাঠ থেকে বিদায় নিলেও ডাগ আউটে থাকতে চান তিনি। ফুটবলকে বিদায়ের ঘোষণা দিতে গিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জন টেরি জানান, ‘জীবনের ২৩ বছর ফুটবলে পার করে দিয়েছি। মাঠ থেকে বিদায়ের এটাই হয়তো সঠিক সময়। ফুটবল ক্যারিয়ারে যাদের সতীর্থ হিসেবে পেয়েছি তাদের ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার কোচদের যারা আমাকে অনেক কিছু শিখিয়েছেন। ক্লাব ক্যারিয়ারে চেলসিতে থাকাকালীন তাদের অধীনে খেলেছি ৭১৭ ম্যাচ। কিছু সময় আমি অধিনায়কও ছিলাম। তারা আমার শৈশবের স্বপ্ন পূরণ করেছে, আমাকে ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক হিসেবে সম্মানিত করেছে।’ এই সময় তিনি আরও বলেন, ‘ফুটবল ছেড়ে আমি এখন নিজের পরবর্তী জীবনের দিকে তাকিয়ে আছি, নতুন চ্যালেঞ্জ নিতে অপেক্ষা করছি। কোচিং ক্যারিয়ার নিয়ে এগিয়ে যেতে চাই।’ ইংল্যান্ডের অনুর্ধ-২১ দলের হয়ে খেলার পর ২০০৩ সালে জাতীয় দলে অভিষেক হয় টেরির। খেলেছেন ২০১২ সাল পর্যন্ত। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক খেলেছেন ৭৮ ম্যাচ। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৭৫৯ ম্যাচ। ক্যারিয়ারে গোল করেছেন ৬৮। চেলসির হয়ে জিতেছেন ১৯ শিরোপা।
×