ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

অভিষেকেই পৃথ্বির রেকর্ড, ভারতের বড় সংগ্রহ

প্রকাশিত: ০৭:০১, ৫ অক্টোবর ২০১৮

অভিষেকেই পৃথ্বির রেকর্ড, ভারতের বড় সংগ্রহ

মোঃ মামুন রশীদ ॥ পৃথি¦ শ’র অভিষেক হওয়াটা ছিল সময়ের ব্যাপার মাত্র। অবশেষে সুযোগ পেলেন ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর প্রথম সুযোগটাই কাজে লাগিয়ে বিস্ময়ের জন্ম দিলেন। বৃহস্পতিবার ১৫৪ বলে ১৩৪ রানের ইনিংস খেলেছেন তিনি রাজকোটে সিরিজের প্রথম টেস্টের প্রথমদিন। অভিষেক টেস্টে তারচেয়ে কম বয়সে (১৮ বছর ৩২৯ দিন) আর কোন ভারতীয় সেঞ্চুরি হাঁকাতে পারেননি। তবে তারচেয়ে কম বয়সে ভারতের পক্ষে শতক হাঁকানোর রেকর্ড শচীনের। বেশ কিছু রেকর্ডের জন্ম দিয়ে এ ডানহাতি তরুণ ওপেনার ভারতকে প্রথমদিন শেষেই বিশাল এক সংগ্রহ পাইয়ে দিয়েছেন। ৪ উইকেটে ৩৬৪ রান তুলেছে ভারতীয় দল। চেতেশ্বর পুজারা ৮৬ রানে সাজঘরে ফিরে গেলেও অধিনায়ক বিরাট কোহলি ৭২ এবং ঋষভ পান্ত ১৭ রান নিয়ে ব্যাট করছেন। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সবার নজর ছিল পৃথ্বির দিকে। কারণ শিখর ধাওয়ান কিংবা মুরালি বিজয় ও করুন নায়ারের মতো ব্যাটসম্যানরা দলেই সুযোগ পাননি। অথচ ১৮ বছর বয়সী এ তরুণের অভিষেক হয়েছে। শুরু থেকেই তিনি ক্যারিবীয় বোলারদের ওপর চড়াও ছিলেন। প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামার জন্য বিন্দুমাত্র অস্বস্তি ছিল না তার মধ্যে। এর কারণ তার কিশোর বয়স থেকে দুর্দান্ত কিছু রেকর্ড। ১৪ বছর বয়সে স্কুল ক্রিকেটের এক ইনিংসে ৫৪৬ রান, ১৭ বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকে নেমেই সেঞ্চুরি, সর্বশেষ প্রথম শ্রেণীর আসরে ৫টি সেঞ্চুরি। এমন রেকর্ডগুলো যার দখলে তিনি কোনভাবেই ভীত-সন্ত্রস্ত হওয়ার মতো অবস্থানে নেই সেটা ক্যারিবীয় বোলাররা হাড়ে-হাড়েই টের পেয়েছেন। অভিজ্ঞ লোকেশ রাহুল ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফিরে গেছেন, তবু বিচলিত হননি পৃথ্বি। দ্বিতীয় উইকেটে পুজারার সঙ্গে ২০৬ রানের বিশাল জুটি গড়ে ক্যারিবীয় বোলারদের কোণঠাসা করে ফেলেন। পৃথ্বি তুলে নেন ৯৯ বলে সেঞ্চুরি। টেস্ট অভিষেকে এটি তৃতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে শিখর ধাওয়ান ৮৫ বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালিতে এবং ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ ৯৩ বলে সেঞ্চুরি করেছিলেন অভিষেকে। তবে অভিষেক টেস্টে তারচেয়ে কম বয়সে কোন ভারতীয় ব্যাটসম্যান শতক হাঁকাতে পারেননি। এর আগে আব্বাস আলী বেগ ১১২ রান করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ওল্ডট্র্যাফোর্ডে ১৯৫৯ সালে। তখন তার বয়স ছিল ২০ বছর ১২৬ দিন। অবশ্য ভারতের হয়ে টেস্টে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড শচীনের। তিনি ১৭ বছর ১০৭ দিন বয়সে হার না মানা ১১৯ করেন ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৯০ সালে। পরবর্তী দুটি রেকর্ডও তারই দখলে, ১৮ বছর ২৫৩ দিনে ১৯৯২ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১৪৮ এবং একই সিরিজে পার্থে ১৮ বছর ২৮৩ দিন বয়সে ১১৪ রান করেছিলেন। এরপরই পৃথ্বির অবস্থান। সার্বিকভাবে টেস্ট ইতিহাসে পৃথ্বির চেয়ে কম বয়সে অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছেন মাত্র ৩ জন। বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল ১৮ বছর হওয়ার আগেই শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড ধরে রেখেছেন। দ্বিতীয় স্থানে আছেন জিম্বাবুইয়ের হ্যামিল্টন মাসাকাদজা। পাকিস্তানের সেলিম মালিক ৬ দিন ছোট বয়সে সেঞ্চুরি করেছেন পৃথ্বির চেয়ে। সবমিলিয়ে টেস্ট ইতিহাসে ১৫তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরি হাঁকালেন তিনি। তবে মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণী ও টেস্ট অভিষেকে সেঞ্চুরি হাঁকানোর গৌরব দেখিয়েছেন পৃথ্বি। এর আগে ভারতের গুড্ডাপা বিশ্বনাথ ও অস্ট্রেলিয়ার ডার্ক ওয়েলহ্যাম এই দুটি অর্জনের মালিক ছিলেন। পৃথ্বি সেঞ্চুরি হাঁকানোর একটু পরই সাজঘরে ফিরেছেন পুজারা। তিনি ১৩০ বলে ১৪ চারে ৮৬ রান করার পর শ্যানন গ্যাব্রিয়েলের শিকার হন। এরপর অবশ্য বেশিক্ষণ থাকতে পারেননি পৃথ্বি। ১৫৪ বলে ১৯ চারে ১৩৪ রান করার পর দেবেন্দ্র বিশুর বলে তাকেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এটি ভারতের পক্ষে অভিষেকে চতুর্থ সেরা ব্যক্তিগত ইনিংস। ধাওয়ান তার অভিষেক ইনিংসটি ১৮৭ পর্যন্ত টেনে নিয়েছিলেন, রোহিত শর্মা করেছিলেন ১৭৭, বিশ্বনাথের উইলো থেকে বেরিয়েছিল ১৩৭। ১৮ কিংবা এরচেয়ে কম বয়সে পৃথ্বির ইনিংসটি টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। পৃথ্বির বিদায়ের পর কোহলি ও আজিঙ্কা রাহানে চতুর্থ উইকেটে ১০৫ রান যোগ করে আরও বড় সংগ্রহ পাইয়ে দেন ভারতকে। রাহানে অবশ্য ৯২ বলে ৫ চারে ৪১ রান করার পর আউট হয়ে যান। তবে দিনের বাকিটা সময়ে আর কোন বিপদ ঘটতে দেননি কোহলি-পান্ত জুটি। শেষ পর্যন্ত ১৩৭ বলে ৪ চারে ৭২ রান নিয়ে অপরাজিত থাকেন। প্রথমদিন শেষেই ৪ উইকেটে ৩৬৪ রান নিয়ে বিশাল সংগ্রহের ভিত পেয়ে গেছে ভারতীয় দল।
×