ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনকেই এগিয়ে রাখছেন বাংলাদেশের কোচ

প্রকাশিত: ০৭:২৩, ১ অক্টোবর ২০১৮

ফিলিস্তিনকেই এগিয়ে রাখছেন বাংলাদেশের কোচ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে ॥ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের পঞ্চম আসর শুরু হচ্ছে আজ থেকে সিলেটে। এ উপলক্ষে রবিবার সিলেটের একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১৪ ফিফা র‌্যাঙ্কিংধারী-আসিয়ান অঞ্চলের দেশ ফিলিপিন্স দলটির সব খেলোয়াড় বাংলাদেশে এখনও আসেনি। ২০ জনের মধ্যে মাত্র ১১ জন এসেছে। এরা সবাই ‘বি’ দলের খেলোয়াড়। এমনকি হেড কোচ এবং অধিনায়কও আসেননি। তারা এখন কাতার সফরে প্রীতি ম্যাচ খেলায় ব্যস্ত। আজ এবং কালকের মধ্যেই বাকিরা এসে পড়বেন বলে জানান ফিলিপিন্স দলের ম্যানেজার জোসেফ মারিমালিনে। তিনি আরও বলেন, ‘এই আসরে এবারই প্রথমবারের মতো খেলছি আমরা। আশাকরি ভাল খেলব।’ তিনি আরও বলেন, ‘আমাদের দলের ৪-৫ জন খেলোয়াড় থাই এবং মালয়েশিয়ান ফুটবল লীগে খেলে। আমাদের মূল লক্ষ্য এই আসর খেলে ২০১৯ সালে অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপের জন্য প্রস্তুতি নেয়া।’ এই আসরে কে ফেবারিট, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন বলে মনে করেন তিনি। বলেন, ‘আমি তো মনে করি সবাই ফেবারিট! ২০১১ সালে ঢাকায় এসে একটি প্রস্তুতি ম্যাচ খেলে গিয়েছিল ফিলিপিন্স। সেবার ৩-০ গোলে জিতেছিল তারা। দলের খেলোয়াড় মিসাঘ বাহাদোরান বলেন, ‘প্রথমে আমরা সুজুকি কাপ খেলেছি। এখন খেলবো বঙ্গবন্ধু কাপ। এই আসরে খেলে আমরা এশিয়ান কাপের জন্য নিজেদের তৈরি করব। আমাদের দলে ভাল কিছু খেলোয়াড় আছে। আমরা চেষ্টা করব এই আসরে ভাল ফল করার।’ ১০০ ফিফা র‌্যাঙ্কিংধারী-মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনই এই আসরের সবচেয়ে ফেবারিট দল বলে আখ্যা দিয়েছেন ১৯৩ র‌্যাঙ্কিংধারী বাংলাদেশের কোচ জেমি ডে। তবে নিজেদের ফেবারিট ভাবতে নারাজ ফিলিস্তিনের কোচ নুরুদ্দিন আউলাদি, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়ান কাপে ভাল করা। সে জন্য এখানে এই আসরটি খেলতে এসেছি। দলটি একসঙ্গে অনুশীলন করে আসছে গত জানুয়ারি থেকে। এ পর্যন্ত দলটি ইরাক এবং আফগানিস্তান গিয়ে মোট ৬টি প্রস্তুতি ম্যাচ খেলেছে। জিতেছে ৩ ম্যাচে। এই আসর খেলে নিজেদের আরও শাণিত করাই আমাদের লক্ষ্য। এই আসরে অংশ নেয়া দলগুলোর মধ্যে একমাত্র নেপাল সম্পর্কে কিছুটা ধারণা আছে আমাদের। ’ ইসরাইলের মাধ্যমে আগ্রাসনের শিকার হওয়া ফিলিস্তিনের ফুটবল পরিস্থিতি সম্পর্কে দলটির অধিনায়ক মোহাম্মদ বাসেম বলেন, ‘দেশের পরিস্থিতি যেমনই থাকুক না কেন, আমরা সেসব নিয়ে মাথা ঘামাই না। আমাদের মূল ফোকাস থাকে ফুটবলে। তবে আমরা ফুটবল খেলি দেশের জন্যই। আমরা দেশের জন্য গর্বিত।’ ১৭৯ ফিফা র‌্যাঙ্কিংধারী লাওসের কোচ মাইক ওং মুন হেঙ্গ বলেন, ‘বাংলাদেশের খেলা পর্যবেক্ষণ করেছি গত মাসে। তারা সাফের সেমিতে যেতে পারেনি। তবে এই আসরে ভাল করতে পারে। তাছাড়া তারা স্বাগতিক বলে বাড়তি সুবিধা পেতে পারে। কাজেই আমরা তাদের সমীহ করছি। এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। গত মার্চে বাংলাদেশের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল স্বাগতিক লাওস। ওই দলের আট খেলোয়াড় এবার নেই। বর্তমান দলের তিন ফুটবলার থাই লীগে খেলে থাকেন। দলের অধিনায়ক টিনি বোমালাই বলেন, ‘আমরা বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছি। তবে আমরা জয়ের জন্যই খেলব।’ তাজিকিস্তান এবং নেপাল দল রবিবার পর্যন্ত বাংলাদেশে পৌঁছায়নি। আজ তারা আসবে বলে জানিয়েছে বাফুফে।
×