ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর জন্মদিনে দাবায় বাংলাদেশের জয়

প্রকাশিত: ০৭:০২, ৩০ সেপ্টেম্বর ২০১৮

প্রধানমন্ত্রীর জন্মদিনে দাবায় বাংলাদেশের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল শুক্রবার। এদিন বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপের ফাইনালে জিততে না পারলেও দাবা দল বিশ্ব দাবা অলিম্পয়াডে দারুণ জয় পেয়েছে। জর্জিয়ার বাতুমি শহরে চলমান আসরে পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন ও মহিলা দুই বিভাগেই বাংলাদেশ জয় পেয়েছে। ওপেন বিভাগে বাংলাদেশ দল ৩-১ গেম পয়েন্টে মাদাগাস্কারকে এমং মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ৩-১ গেম পয়েন্টে সিঙ্গাপুরকে পরাজিত করে। শুক্রবার অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দলের পক্ষে গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব (রেটিং-২৪৭২) মাদাগাস্কারের আন্তর্জাতিক মাস্টার রাকোতোমাহারো এন্টেনাইনাকে (রেটিং-২৪২২), গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪৭৭) মাদাগাস্কারের ফিদে মাস্টার লারিসন মিলান্ত হারিফিদেকে (রেটিং-২২৮১) ও ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২২৬৩) মাদাগাস্কারের আন্দ্রিয়ামাসোআন্ত্র মিওরাকে (রেটিং-২১২৬) পরাজিত করেন। ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম (রেটিং-২২৭৩) মাদাগাস্কারের রাজাওনারিসন ফেনিরির (রেটিং-২১২৬) কাছে হেরে যান। পঞ্চম রাউন্ডের খেলা শেষে ওপেন বিভাগে বাংলাদেশ দল ৫ খেলায় ৭ পয়েন্ট অর্জন করেছে। বাংলাদেশ মহিলা দলের পক্ষে মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৭৪) সিঙ্গাপুরের হং মেই এন এমানেউলিকে পরাজিত করেন।
×