ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে হারালেই সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:০০, ৩০ সেপ্টেম্বর ২০১৮

পাকিস্তানকে হারালেই সেমিফাইনালে বাংলাদেশ

জাহিদুল আলম জয় ॥ দেড় মাস আগে এই ভুটানেই সাফ অনুর্ধ-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলে গেছে বাংলার কিশোরীরা। তহুরা, মনিকা, মারিয়ারা পুরো আসরে দুর্দান্ত খেললেও ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। একই ভেন্যুতে এবার আক্ষেপ ঘোচানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ অনুর্ধ-১৮ মহিলা দল। মজার বিষয় অনুর্ধ-১৫ দলের প্রায় অর্ধেক ফুটবলার এই দলে খেলছেন। শুক্রবার ভুটানে প্রথমবারের মতো শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার মেয়েদের শ্রেষ্ঠত্বের এই লড়াই। উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে ভারত ও নেপাল। বাংলাদেশ ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে পাকিস্তান ও নেপালের সঙ্গে। গ্রুপের প্রথম ম্যাচে পাকিদের ১২-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে নেপাল। আজ বিধ্বস্ত পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আসরের হট ফেবারিট বাংলাদেশ। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে এই ম্যাচে যে কোন ব্যবধানে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে মৌসুমী-মারিয়াদের। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। এই পর্যায়ে এবারই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আগে সাক্ষাত না হলেও স্পষ্ট ফেবারিট হিসেবেই খেলবে কোচ গোলাম রব্বানী ছোটনের দল। এ কারণে জয় পেলে সেমিফাইনাল নিশ্চিত হলেও বাংলাদেশ শুধু এটি নিয়ে ভাবছে না! বাংলার বাঘিনীদের লক্ষ্য পাকিদের গোলবন্যায় ভাসানো। নেপালের কাছে পাকিরা এক ডজন গোল হজমের পর বাংলার মেয়েদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। কেননা নেপালীদের চেয়েও বাংলাদেশ দল শক্তিশালী ও সংঘবদ্ধ। পাকি মেয়েদের এই মাঠেই দেড় মাস আগে অনুর্ধ-১৫ আসরে গোলবন্যায় ভাসিয়েছিল বাংলার কিশোরীরা। ৯ আগস্ট অনুষ্ঠিত ওই ম্যাচে লাল-সবুজের দেশ জিতেছিল ১৪-০ গোলে। আজকের ম্যাচেও ওই সাফল্যের পুনরাবৃত্তি চায় বাংলাদেশ দল। দলের অধিনায়ক ও কোচ বড় ব্যবধানে জিততে মুখিয়ে আছেন। থিম্পুতে যাওয়ার পর বাংলাদেশের মেয়েরা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নিয়মিত অনুশীলন করেছে। সেখানে সবাই সুস্থ আছে বলে জানিয়েছেন কোচ ছোটন। পাকিদের হারাতে আত্মবিশ্বাসীও তিনি। এ প্রসঙ্গে ছোটন বলেন, দলের সবাই মাঠে নামতে মুখিয়ে আছে। সবাই ফিট আছে, নিজেদের সেরাটা দিয়ে পাকিস্তানকে হারাতে বদ্ধপরিকর। এর আগে পাকিস্তানের সঙ্গে না খেললেও অন্য আসরে খেলার অভিজ্ঞতা আছে। নেপালের বিরুদ্ধে ওদের খেলা দেখেছি। আশা করছি আমরা প্রত্যাশিত জয়ে শুরু করতে পারব। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। এ প্রসঙ্গে ছোটন বলেন, আমরা জানি জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে। তবে আমরা শুধু জয় নয়, ভাল ফুটবলও খেলতে চাই। আর চেষ্টা করব বড় ব্যবধানে জেতার। দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় ব্যবধানে জিতলে চিন্তা কমে যাবে। মৌসুমী-তহুরাদের নির্ভার থেকে খেলার পরামর্শ দিয়ে ছোটন বলেন, আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলব। সেই খেলা থেকে যে সুযোগ আসবে তা থেকে গোল হলেই হলো। এ জন্য অবশ্য মেয়েদের চাপ নেয়ার কিছু নেই। সুযোগ পেলে গোল আসবেই। বাংলাদেশ অধিনায়ক মিশরাত জাহান মৌসুমীও আত্মবিশ্বাসী ভাল শুরু করতে। তিনি বলেন, আমরা সবাই ভাল আছি। সবাই মাঠে নামতে মুখিয়ে আছে। আশাকরি পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারব। অধিনায়ক হিসেবে এটাই প্রথম মিশন মিডফিল্ডার মৌসুমীর। এ প্রসঙ্গে তিনি বলেন, অধিনায়কত্ব মানেই বাড়তি চাপ, বাড়তি দায়িত্ব। চেষ্টা করব ভালমতো দায়িত্ব পালন করতে। দলগতভাবে আমরা কঠোর পরিশ্রম করেছি। অনুর্ধÑ১৬ দলের সঙ্গে দীর্ঘদিন অনুশীলন করেছি। ভুটানে সবসময়ই তাক লাগানো সাফল্য পেয়েছে বাংলার মেয়েরা। এর আগে দেশটিতে দুইবার শিরোপা জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অবশ্য দু’বারই পুরুষ দল। একবার ২০০২ সালে আমন্ত্রণমূলক টুর্নামেন্টে (বাফুফে একাদশ নামে)। আরেকটি ২০১৪ সালে কিংস কাপে শেখ জামাল ধানম-ি ক্লাব। মাস দেড়েক আগে অবশ্য সাফ অনুর্ধ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলার কিশোরীরা। পুরো আসরে ভাল খেলেও ফাইনালে ভারতের কাছে হারতে হয়েছিল। এবার অনুর্ধ-১৮ দলের সেই ক্ষত শুকানোর মিশন।
×