ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

খেলছে বাংলাদেশ আর জ্বলছে আজমলের!

প্রকাশিত: ০৬:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 খেলছে বাংলাদেশ আর জ্বলছে আজমলের!

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ চার এশিয়া কাপে তিনটি ফাইনাল খেলে ফেলল বাংলাদেশ। এশিয়ার শ্রেষ্ঠত্বের এ লড়াইয়ে সবাই যেখানে ভারত-পাকিস্তান দ্বৈরথটাই অবধারিত মনে করেন তাদের জন্য এটা অপ্রত্যাশিতই। আর অঘোষিত সেমিফাইনাল হয়ে ওঠা সুপারফোরের শেষ ম্যাচে এবার বাংলাদেশের কাছে ধাক্কা খাওয়া পাকিদের তো রীতিমতো গা জ্বালা করছে! তাবত ক্রিকেটবিশ্ব যেখানে টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ সেখানে একি বলছেন সাঈদ আজমল। পাকিস্তান ক্রিকেটের শেষ স্বীকৃত তারকা শহীদ আফ্রিদিও মাশরাফি বিন মর্তুজায় মুগ্ধ। এমনকি যে আমির সোহেল আজীবন বাংলাদেশের সমালোচনা করে এসেছেন সেই তিনিও এবার টাইগারদের প্রশংসা করছেন। ভারতীয়, ক্যারিবিয়ান, অস্ট্রেলিয়ানদের তো কথাই নেই। অথচ নিজ দেশ পাকিস্তানের ব্যর্থতা নিয়ে বলতে গিয়ে বাংলাদেশকে ছোট করতে চাইলেন আজমল। অবৈধ বোলিং এ্যাকশনের পর ক্যারিয়ার শেষ হয়ে যাওয়া অফস্পিনার অবাক! আজমলের মতে, একসময় যে দলগুলো পাকিস্তানের নাম শুনলেই ম্যাচ হেরে যেত, তারা এখন স্পর্ধা দেখাচ্ছে! ‘এসব দল (মূলত বাংলাদেশকে উদ্দেশ করেই বলা) আগে পাকিস্তানের নাম শুনলেই ভয় পেতো, তারা এমনকি পাকিস্তানের নাম শুনলেই ম্যাচ হেরে যেত। আর এখন এসব দলের বোলাররা আমাদের ব্যাটসম্যানদের চোখ রাঙাচ্ছে, যে কোন কিছুর ভয় দেখাচ্ছে। এমনও দিন এসে গেছে! আমাদের পারফর্মেন্স এতোটাই বাজে যে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দেখে আমার লজ্জা হচ্ছে।’ এশিয়া কাপের সুপারফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৩৭ রানে হেরে বিদায় নেয় পাকিস্তান। ম্যাচে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ে দারুণ লড়াই করে বাংলাদেশ। কিন্তু এমন পরাজয় কিছুতেই হজম করতে পারছেন না সাবেক পাকিস্তানী স্পিনার সাঈদ আজমল। বাংলাদেশের কাছে হার তার কাছে লজ্জাজনক তো বটেই বাংলাদেশের খেলোয়াড়দের স্পর্ধা দেখেও রীতিমতো অবাক তিনি। তার আগে গ্রুপপর্ব ও সুপারফোরে দুটি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে সরফরাজ আহমেদদের অমন লজ্জার হর নিয়েও হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের এই সাবেক অফস্পিনার। তার মতে ভারতের বিপক্ষে শিশুসুলভ খেলা খেলেছে পাকিস্তান, ‘ভারতের বিপক্ষে আমরা তাদের পালিত শিশুর মতো খেলেছি।’ দ্বিতীয় হোম ভেুন্য হয়ে ওঠা আরব আমিরাতে টুর্নামেন্ট শুরুর আগে ফেবারিটের তকমা লাগানো ছিল পাকিস্তানের গায়ে। কিন্তু সুপারফোরে ভারত আর বাংলাদেশের কাছে পরাজয়ে তাদের সব স্বপ্ন চুরমার হয়ে গেছে। হারের ক্ষত না শুকাতেই সরফরাজবাহিনীকে সমালোচনার তীরে বিদ্ধ করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। কিন্তু অবাক ব্যাপার নিজ দেশ পাকিস্তানের খেলায় নাখোশ সাঈদ আজিমল যে নিজেদের সমালোচনা করতে গিয়ে প্রতিপক্ষকে নিয়েই তাচ্ছিল্য করে বসলেন। এটা আসলে তার বাজে মানসিকতরাই বহিঃপ্রকাশ। ভারতের কাছে গ্রুপপর্বে ৮ ও সুপারফোরে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারে সরফরাজের পাকিস্তান। নিজ দেশের খেলোয়াড়দের এমন অসহায় আত্মসমর্পণ করতে দেখে লজ্জিত হয়েছেন আজমল। সেটা স্বাভাবিক। কিন্তু তিনি বেশ ঔদ্ধত্যের সুরে যখন বলেন, বাংলাদেশের মতো র‌্যাঙ্কিংয়ে নিচের সারির দল যাদের একসময় অনায়াসে হারিয়ে দিত পাকিস্তান, তারাই এখন তাদের সহজেই পরাজিত করছে। সেটা নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর বহিঃপ্রকাশ। অবশ্য তার কথা একদিক থেকে সত্য, কারণ মুখোমুখি সর্বশেষ চার ওয়ানডে ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। তবে টাইগারদের প্রতি সমীহ নয়, বরং তার কথায় ফুটে উঠেছে অহঙ্কার। অথচ ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদির মতো গ্রেট এর আগে পাকিস্তানকে নিয়ে হতাশার মাঝেও বাংলাদেশের প্রশংসা করতে ভোলেননি।
×