ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গোলের অপেক্ষা ফুরালো রোনাল্ডোর

প্রকাশিত: ০৬:৪২, ১৭ সেপ্টেম্বর ২০১৮

গোলের অপেক্ষা ফুরালো রোনাল্ডোর

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে অপেক্ষার অবসান। গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। একটা নয় দুই গোল করে স্বরূপে ফিরলেন সি আর সেভেন। রবিবার তার জোড়া গোলের সৌজন্যেই জুভেন্টাস ২-১ গোলে পরাজিত করে সাসৌলোকে। সেই সঙ্গে মৌসুমের প্রথম চার ম্যাচের সবকটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে ইতালিয়ান সিরি’এ লীগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে রাখে জুভেন্টাস। গ্রীষ্মকালীন দলবদলেই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনাল্ডো। কিন্তু ইতালিয়ান সিরি’এ লীগে জুভেন্টাসের জার্সিতে প্রথম তিন ম্যাচ খেললেও গোলের দেখা পাচ্ছিলেন না সি আর সেভেন। ২৭০ মিনিট গোল না পাওয়ায় সমালোচনার কবলে পড়েন তিনি। তবে প্রিয় শিষ্যের ওপর আস্থা রেখেছিলেন জুভেন্টাসের অভিজ্ঞ কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। সাসৌলোর বিপক্ষেই গোলের দেখা পাবেন বলে আগের দিন মন্তব্য করেছিলেন তিনি। রোনাল্ডোও যেন কথা রাখলেন কোচের। একটা নয় দুই গোল করেন পর্তুগীজ সুপারস্টার। ম্যাচের ৫০ মিনিটে প্রথম গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। এবারও গোলদাতা রোনাল্ডো। প্রথম তিন ম্যাচে যেখানে গোল নেই সেখানে নিজের চতুর্থ ম্যাচে এসেই জ্বলে ওঠলেন সি আর সেভেন। প্রতিপক্ষের জালে দুইবার বল জড়ালেন তিনি। এর ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল স্বাগতিক সমর্থকরা। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ের ৯০+১ মিনিটে সাসৌলোর বাবাকার গোল করলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে দুর্ভাগ্য রোনাল্ডোর। এই ম্যাচে হ্যাটট্রিক করারও সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো। এদিকে ম্যাচের অতিরিক্ত সময়ে লালকার্ড দেখেন জুভেন্টাসের ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্টা।
×